আইপিএল

IPL 2022: আসন্ন আইপিএলে নিয়মে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। আর তার আগে এই টুর্নামেন্টের বেশ কিছু নিয়মের বদল আসতে পারে। বিসিসিআই বা আইপিএলের গভর্নিং কাউন্সিল এই বিষয়ে এখনও কোনও রকম ঘোষণা না করলেও, সূত্র মারফত জানা যাচ্ছে তারা বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে পারেন। আর এই পরিবর্তন গুলির মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ডিআরএস এবং সুপার ওভার।

সূত্র মারফত জানা যাচ্ছে আইপিএলে এখনও পর্যন্ত প্রতি ম্যাচে প্রথম ইনিংসে প্রতিটি দল একটি করে যে ডিআরএস পেত, এবারে সেটিকে বাড়িয়ে দিয়ে দুটি করার কথা ভাবা হচ্ছে। এছাড়া প্লে-অফে নির্ধারিত সময়ের মধ্যে যদি সুপার ওভার কোনও দল শেষ করতে না পারে তবে যে দলটি লিগ তালিকায় উপরে ছিল সেই দল জয়ী হবে।

এছাড়া এই করোনা পরিস্থিতিতে বায়ো বাবলের নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সংক্রমণ যাতে না ছড়ায় সে কারণে এবারে কোনও দল বিমানে কোথাও যাতায়াত করবে না। ফলে মুম্বই থেকে পুনে বাসেই সব দলকে যাতায়াত করতে হবে। এছাড়া করোনার কারণে যদি কোনও দল ১১ জন ক্রিকেটার মাঠে নামাতে না পারে তবে সেই খেলা পিছিয়ে অন্য দিন হতে পারে। এরপর সেই দিনে যদি খেলা না হয় তবে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করবে আইপিএলের টেকনিক্যাল কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version