আইপিএল
IPL 2022: আসন্ন আইপিএলে তাকে দেখে সবাই চমকে যাবেন, মনে করেন হার্দিক…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই একটা প্রশ্ন ঘুরছিল ক্রিকেটে ঘোরাফেরা করছে যে হার্দিক পান্ডিয়া কি সম্পূর্ণ ফিট? কারণ এই ব্যাপারে অন্ধকারে রয়েছেন ভারতের জাতীয় দলের নির্বাচকরাও। তবে আইপিএলের নিলাম শেষ হওয়ার পর থেকে হার্দিকের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স এই দাবি করছে যে তাদের অধিনায়ক সম্পূর্ণ সুস্থ। এর পাশাপাশি তিনি শুরু করেছেন নিজের বোলিং অনুশীলন।
এবারে সেই বিষয়ে মুখ খুললেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া স্বয়ং। তিনি জানিয়েছেন,”আইপিএলে এবার একটা নতুন চমক রয়েছে। একটু অপেক্ষা করুন।”
আইপিএলের মেগা নিলামের আগেই হার্দিককে ১৫ কোটি টাকায় কিনে নিয়েছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়ে দেয় যে হার্দিকই এবারে তাদের দলের অধিনায়ক। দলের অধিনায়ক হওয়া নিয়ে হার্দিক বলেছেন,”আমি এটুকুই বলতে পারি দলের সাফল্য হবে সতীর্থদের, আর ব্যর্থতার দায় হবে আমার। খেলোয়াড়রা সবাই যাতে নিজেদের স্বাচ্ছন্দমত দলে খেলতে পারে সে ব্যাপারে আমি তাদের অধিনায়ক হিসেবে সাহায্য করতে চাই। আমি সবার প্রতি সৎ থাকব। যখন ভালো সময় যাবে তখন হয়তো ওদের আমাদের কাউকে প্রয়োজন হবে না, তবে গোটা মরসুমে মাঝে মাঝে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। সেই কঠিন সময় ওদের পাশে সব সময় থাকতে চাই।”
প্রসঙ্গত আসন্ন আইপিএলের প্রথম বারের জন্য খেলতে চলেছে গুজরাত টাইটান্স। তারা আর এক নতুন দল লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৮ মার্চ। এদিকে আইপিএলের জন্য বেশ শক্তিশালী দল গড়েছে গুজরাত। তারা দলে নিয়েছে শুভমন গিল, মহম্মদ সামি, হার্দিক পান্ডিয়ার মত ভারতীয়দের, আবার অন্যদিকে রশিদ খান, ম্যাথু ওয়েড, লকি ফার্গুসনের মত বিদেশীরাও দলে রয়েছেন। দলের গভীরতা নিয়ে প্রশ্ন করা হলে হার্দিক বলেন,”আমরা আমাদের দলে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সকলেরই মনে হয় তারা বাড়িতেই রয়েছে। যদি নিরাপত্তাজনিত অসুবিধা না থাকে, সেটা অনুভব করে নিজের সেরাটা দিতে পারে। “