আইপিএল
IPL 2022: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন কাজটিকে অপরাধ বলে মনে করেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েই স্বপ্নের ফর্মে ছিলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান করেন এবং নিজের দুরন্ত ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্যা সিরিজ খেতাব পান। তিনটি ম্যাচে তিনি যথাক্রমে করেন ৫৭, ৭৪ এবং ৭৩। এই দুরন্ত পারফরম্যান্সের এর সাথে সাথে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়েছেন শ্রেয়স। সেটি হল একটি টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি ম্যাচে অপরাজিত থেকে দলের হয়ে সর্বাধিক রান করার রেকর্ড। আর তার এই দুরন্ত ফর্ম দেখে স্বভাবতই খুশি তার নতুন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স।
তবে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি বর্তমানে ভাল পারফরমেন্স করলেও এই বছরে তিনি তেমন ভালো শুরু করেননি। যদিও তার ভাল শুরু না করার কারণ কিন্তু বেশ অন্যরকম। কেকেআর অধিনায়ক জানিয়েছেন,”আমরা যখন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় ছিলাম, সেই সময় আমার খুব পেটের সংক্রমণ দেখা দেয়। তারপর থেকে আমি মোট সাত কেজি ওজন কমিয়েছি। সেই সময় আমি যাই খাচ্ছিলাম, সেটাই শরীর থেকে বের হয়ে যাচ্ছিল। আর সেই সময়টা আমার জীবনের সবচেয়ে খারাপ পর্যায়গুলির মধ্যে একটি ছিল।”
ভারতীয় দলে তিন নম্বরে নেমে দুরন্ত ব্যাটিং করেছেন শ্রেয়স। এই ব্যাপারে তিনি বলেন,”এই পজিশনে ব্যাট করতে নামলে নিজের সেরাটা দেওয়ার ভালো সুযোগ পাওয়া যায়। তবে সেটা যদি আমি বাদ দি, আমি এই মুহূর্তে নিজেকে উপভোগ করছি এবং চোট থেকে ফেরার পর আমার ব্যাটিং নিয়েও আমি তৃপ্ত।”
গত বছর আইপিএলের ঠিক আগে চোটের কারণে গোটা আইপিএল খেলতে পারেননি তিনি। খোয়াতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব। সেই সময় নিয়ে শ্রেয়স বলেন,”ওই সময় চোটটা আমার কাছে বিরাট ধাক্কা ছিল। সেসময় আমি যদি চোট না পেতাম তবে আমাকে নেতৃত্ব ছাড়তে হত না।”
ভারতের বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে শ্রেয়স জানান,”বর্তমানে আমাদের একটা শক্তিশালী স্কোয়াড রয়েছে। আর এর পাশাপাশি আর একটা জিনিস হল এই দলের বাইরে যে ক্রিকেটাররা বসে রয়েছে, তারাও যারা প্রথম একাদশে খেলছে তাদের মতোই প্রতিভাবান।যে কোনও পরিস্থিতিতে যে কোনও অবস্থানে এসে পারফর্ম করার ক্ষমতা তাদের আছে।’
সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে বল নষ্ট করার বিরুদ্ধেও সরব হয়েছেন শ্রেয়স। তিনি বলেছেন, “টি-টোয়েন্টিতে প্রতিটি বলেই স্কোর করার কথা ভাবতে হবে। একজন ব্যাটসম্যান হিসেবে আমি মনে করি, এই ফর্ম্যাটে ডট বল খেলাটা অপরাধ। প্রথম বলেই স্ম্যাশ করে, বোর্ডে দুর্দান্ত টোটাল সেট করতে হবে।”