আইপিএল

IPL 2022: আবার বিতর্ক আইপিএলে! মাঠেই সতীর্থ মহম্মদ শামিকে কটুক্তি গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: গুজরাত টাইটান্স চলতি আইপিএলে নিজেদের শেষ ম্যাচে শুধুমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে গেছে তাই নয়, সাথে বিতর্কে জড়ালেন তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মাঠের মধ্যে খেলা চলাকালীন সতীর্থ মহম্মদ শামিকে কটুক্তি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এই কারণে নিজের দলের অধিনায়ক এর উপরে ক্ষুব্ধ গুজরাত টাইটান্সের সমর্থকরাই। দলের অধিনায়ক যে এমন কিছু করতে পারেন তা তারা ভাবতেই পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে ম্যাচ চলাকালীন এমন কি ঘটেছিল? ম্যাচের তখন ১৩তম ওভার। বল করতে আসেন হার্দিক। তাকে পরপর দুটি বিশাল ছক্কা মারেন হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপরেই আরেক সানরাইজার্স ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী থার্ড ম্যানে একটি উঁচু বল মারেন। সেসময় থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শামি। সেই উঁচু আসা বল শামি ক্যাচ ধরার চেষ্টা না করায় মেজাজ হারান হার্দিক এবং বিরক্তি প্রকাশ করেন। তাকে শামিকে উদ্দেশ্য করে চিৎকার করে কিছু বলতে শোনা যায়, যা দেখে শামি নিজেও খানিকটা হতভম্ব হয়ে যান।

আর এই ঘটনা ঘটার পরেই হার্দিককে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। গুজরাতের সর্মথকরা অভিযোগ তোলেন যে, শামির মত ক্রিকেটারের এই অসম্মান একেবারেই প্রাপ্য নয়। হার্দিক যেখানে নিজে প্রথমবার অধিনায়কত্ব করছেন, তার বোঝা উচিত সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয়।

প্রসঙ্গত আইপিএলের প্রথম তিন ম্যাচে জয় পাওয়ার পরে এই প্রথম চলতি আইপিএলে হারের মুখ দেখল গুজরাতের ফ্র্যাঞ্চাইজি দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version