আইপিএল

IPL 2022: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০০ চার! টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলস্টোন শিখর ধাওয়ানের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের শুধুমাত্র বাউন্ডারি মেরেই চার হাজার রান! হ্যাঁ ঠিক এটাই করেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক হাজারটি ৪ মারার রেকর্ড গড়লেন ভারতীয় দলের এই বাঁহাতি ওপেনার। যদিও বিশ্ব ক্রিকেটে তার আগে এই কীর্তি গড়েছেন আরও ৪ জন ব্যাটসম্যান।

মোট ৩০৭টি টি-টোয়েন্টি ম্যাচে এই এক হাজার ৪ মার্ডার রেকর্ড গড়লেন ধাওয়ান। শুক্রবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে এক হাজারতম চারটি মারেন পঞ্জাব কিংসের ধবন। গুজরাত ম্যাচ খেলতে নামার আগে ধাওয়ানের সংগ্রহে চারের সংখ্যা ছিল ৯৯৭টি। এরপর শুক্রবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচে চারটি চার সহযোগে ৩০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন শিখর।

এই তালিকায় ধাওয়ানের পরে যে ভারতীয় ক্রিকেটাররা রয়েছেন তারা হলেন বিরাট কোহলী (৯১৭), রোহিত শর্মা (৮৭৫), সুরেশ রায়না (৭৭৯)। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে চার মারার ক্ষেত্রে ধবনের আগে যারা রয়েছেন তারা হলেন, ক্রিস গেল (১১৩২), অ্যালেক্স হ্যালস (১০৫৪), ডেভিড ওয়ার্নার (১০০৫) এবং অ্যারন ফিঞ্চ (১০০৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version