আইপিএল
IPL 2022: চোট সরাতে গিয়ে আবার চোট! এবারে গোটা আইপিএলেই অনিশ্চিত সিএসকের ১৪ কোটির চাহার…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএল শুরু হয়ে গেলেও তাদের নির্ভরযোগ্য বোলার দীপক চাহারকে পাচ্ছে না সিএসকে, এবারে জানা যাচ্ছে সেই চোট সারাতে গিয়ে পিঠে চোট পেয়েছেন চাহার। ফলে তিনি কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আদৌ এই ১৪ কোটির ক্রিকেটারকে এই মরশুমে চেন্নাইয়ের হয়ে মাঠে দেখা যাবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই। তবে চাহারের চোট ঠিক কতটা গুরুতর তা নিয়ে বিসিসিআই এখনও কোন রিপোর্ট পাঠায়নি সিএসকে-কে।
প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান চাহার। এরপর তাকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করার জন্য পাঠানো হয়, এবং সেখানে তিনি দীর্ঘ এক মাস ধরে রিহ্যাবে রয়েছেন। সেই পুরানো চোট এখনও তার পুরোপুরি সারেনি। ভাবা হয়েছিল যে হয়তো এপ্রিলের শেষদিকে সম্পূর্ণ সুস্থ হয়ে সিএসকে ক্যাম্পে যোগ দেবেন তাহার। তবে নতুন করে চোট পাওয়ায় সেই সম্ভাবনা বেশি কম।
বলাবাহুল্য যে ভারতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন চাহার। এই বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেখানে ভারতীয় দলের সম্পূর্ণ ফিট চাহারকে প্রয়োজন। আর সেই কারণেই সম্পূর্ণ সুস্থ না হলে তাকে আইপিএল খেলতে দেবে না বিসিসিআই।
আইপিএলে এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলে চারটেতেই হেরেছে সিএসকে। আর প্রত্যেক ম্যাচে তাদের প্রধান অসুবিধা হচ্ছে পাওয়ার প্লেতে উইকেট না পাওয়া। দীর্ঘদিন ধরে সিএসকের হয়ে এই কাজটা করে এসেছেন চাহার, সেই কারণে তাঁর অনুপস্থিতি ভোগাচ্ছে দলকে।