আইপিএল
IPL 2022: উমেশের অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া উচিত, মনে করেন তার এই বিদেশি সতীর্থ…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একই দলে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলছেন ভারতের উমেশ যাদব এবং নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আর এই সাউদি মনে করেন যে বর্তমানে উমেশ যেরকম ছন্দে রয়েছেন তাতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তার অবশ্যই সুযোগ পাওয়া উচিত।
উমেশের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাউদি বলেন,”বেশ খুব ভাল বোলার এবং আমি ওর খুব বড় ভক্ত। এর আগে আরসিবি এবং বর্তমানে কেকেআরের হয়ে খেলার সময় বেশ কয়েকটা ম্যাচে আমি ওর সঙ্গে নতুন বল শেয়ার করেছি। আর বর্তমানে উমেশ যেরকম ছন্দে রয়েছে তাতে ওর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার কোন কারণ আমি দেখিনা।”
পাশাপাশি আইপিএলে অংশ নিতে এসে উমেশের মানের বোলারদের সঙ্গে বল শেয়ার করতে পেরে খুবই খুশি সাউদি। তিনি জানান,”এটাই হল
এই প্রতিযোগিতার সবথেকে ভাল দিক। এখানে এলেই বেশ কয়েকজন খুব ভালো মানের ভারতীয় পেসারদের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যায়। আর উমেশ যে একেবারে প্রথম ম্যাচ থেকে খুব ভাল ছন্দে বল করছে সেটা দলের জন্য খুবই ভাল খবর।”
প্রসঙ্গত এবারের আইপিএলের নিলামে একেবারে প্রথমে উমেশকে কেউ দলে নিতে চায়নি। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটি টাকায় দলে নেয়। এখনও পর্যন্ত আইপিএলে দুরন্ত বোলিং করেছেন উমেশ। এখনও পর্যন্ত তিনি পাঁচ ম্যাচে মোট ১০টি উইকেট নিয়েছেন। এছাড়াও এবারের প্রতিযোগিতায় সবথেকে বেশি ডট বল (৬২টি) করার রেকর্ড গড়েছেন।