আইপিএল
IPL 2022: আইপিএল চলাকালীন নিয়ম ভাঙলে এবারে কড়া শাস্তির পথে হাঁটছে বিসিসিআই…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে এই মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। করোনার কারণে এবারের আইপিএল মহারাষ্ট্রের মোট চারটি স্টেডিয়ামে বায়ো বাবলে থেকে আয়োজন করা হবে। এই মেগা টুর্নামেন্ট চলাকালীন সমস্ত দলকে বায়ো বাবলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। শুধু তারাই নয় তাদের সঙ্গে থাকা তাদের পরিবারকেও যেসব নিয়ম কঠোরভাবে মানতে হবে তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে বিসিসিআই। আর যদি কেউ নিয়ম ভাঙ্গে তবে তার শাস্তিরও ব্যবস্থা করা হবে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবারের নিয়ম করেছে যে যদি কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচের দায়িত্বে থাকা কেউ প্রথমবারের জন্য বায়ো বাবলের নিয়ম লঙ্ঘন করলে তাকে সাতদিন নিভৃতবাসে কাটাতে হবে। সেই সময় তিনি যে ক’টি ম্যাচ খেলতে পারবেন না, তার থেকে সেই পরিমাণ অর্থ কেটে নেওয়া হবে। দ্বিতীয় বার একই ভুল করলে আগের শাস্তির সঙ্গে তাকে একটি ম্যাচের নিষিদ্ধ করা হবে। তৃতীয় বার আবার সেই দোষ করলে তাকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং যে ফ্র্যাঞ্চাইজির ব্যক্তি এই কাজটি করবেন, দল তার পরিবর্ত পাবে না।
এবারে যদি কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফের পরিবার বায়ো বাবলের নিয়ম প্রথমবার ভাঙ্গেন তবে তাকে সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। আর দ্বিতীয়বার যদি সেই একই ভুল হয় তবে পরিবারের সেই সদস্যকে বায়ো বাবল থেকে বের করে দেওয়া হবে। আর সাথে সাথে সেই ক্রিকেটারকে আবার নিভৃতবাসে কাটাতে হবে।
এর পাশাপাশি বায়ো বাবলের নিয়ম ভাঙলে আইপিএলের সেই সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিকেও এবার থেকে শাস্তির সম্মুখীন হতে হবে। যে কোনও ম্যাচের আগে যদি কোনও টিমের অন্তত ১২ জন ক্রিকেটার না থাকে তবে সেই খেলা স্থগিত করা হবে। আপাতত ঠিক হয়েছে সেই ম্যাচ পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী সময়েও যদি একই অবস্থা হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আইপিএলের টেকনিক্যাল কমিটি।
নতুন নিয়ম অনুযায়ী বায়ো বাবলের বাইরে থাকা কোন ব্যক্তি যদি সাত দিন নিভৃতবাস না কাটিয়ে, কোনও দলের ক্রিকেটার অথবা সাপোর্ট স্টাফের সঙ্গে দেখা করেন তবে সেই ফ্র্যাঞ্চাইজিকে এক কোটি টাকা জরিমানা দিতে হবে। যদি দ্বিতীয়বার সেই একই ভুল করা হয় তবে সে ক্ষেত্রে সেই দলের একটি পয়েন্ট কেটে নেওয়া হবে। আর তৃতীয় বার যদি এই নিয়ম ফের ভাঙ্গা হয় তবে সেই দলের দুই পয়েন্ট কেটে নেওয়া হবে।
যদি জৈবদুর্গের বাইরে থেকে কোনও ব্যক্তি এসে সাত দিনের নিভৃতবাস ছাড়াই কোনও দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন তা হলে প্রথম বার সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা হিসাবে ১ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় বার একই ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট কেটে নেওয়া হবে। তৃতীয় বার থেকে এই নিয়ম ভাঙলে ২ পয়েন্ট করে কেটে নেওয়া হবে।
এছাড়া যদি কোনও ক্রিকেটার বা তার পরিবারের সদস্যরা আইপিএল চলাকালীন নির্দিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে বায়ো বাবলের বাইরে যান তবে তারা ফেরার পরে সাত দিন আবশ্যিকভাবে নিভৃতবাস কাটাতে হবে। এই সময়ের মধ্যে সেই ক্রিকেটার যতগুলি ম্যাচে অংশ নিতে পারবেন না সেই সব ম্যাচে তিনি যে টাকা উপার্জন করতেন তার পুরোটাই বিসিসিআইকে জরিমানা বাবদ দিয়ে দিতে হবে।
এছাড়াও গতবারের আইপিএল থেকেই আমরা দেখেছি যে টুর্নামেন্ট চলাকালীন বহুবার কোভিড পরীক্ষা হয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের। যদি কেউ এই সময় পরীক্ষা করাতে অস্বীকার করেন তবে তাকে প্রথমবার সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয়বার যদি কেউ একই ভুল করে তবে তার ৭৫ হাজার টাকা জরিমানা করবে বিসিসিআই। এছাড়া সংশ্লিষ্ট সেই ব্যক্তি যতদিন করোনা পরীক্ষা না করাচ্ছেন ততদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন না।
আইপিএল চলাকালীন অনেক বার কোভিড পরীক্ষা করা হবে ক্রিকেটার, তাঁদের পরিবার ও সাপোর্ট স্টাফদের। তাঁরা যদি পরীক্ষা না করান তা হলে প্রথম ক্ষেত্রে সতর্ক করা হবে। দ্বিতীয় ক্ষেত্রে ৭৫ হাজার টাকা জরিমানা করা হবে। যত দিন না ফের কোভিড পরীক্ষা করাচ্ছেন তত দিন অনুশীলনে যোগ দিতে পারবেন না সেই ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ।