আইপিএল
IPL 2022: অশ্বিনের রিটায়ার্ড আউট বিতর্ক ধামাচাপা দিতে এবারের আসরে নামলেন সঙ্গাকারা, স্যামসন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইপিএলে ফের বিতর্ক, তাও আবার রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে। রবিবার অশ্বিনের দল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়েন্টসের। আর সেখানেই অশ্বিনকে ইনিংসের মাঝপথে তুলে নেওয়া নিয়ে বিতর্ক ধীরে ধীরে বাড়ছে। হঠাৎ কেন ব্যাট করতে করতে অশ্বিনকে তুলে নেওয়া হল, এ ব্যাপারে মুখ খুললেন কুমার সঙ্গাকারা এবং রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
রবিবার আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড হার্ট হয়ে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান অশ্বিন। রাজস্থানের ইনিংস চলাকালীন ১৮.২ ওভারে উইকেটে থাকাকালীন অশ্বিনকে ডেকে নেয় টিম ম্যানেজমেন্ট। শেষ দু’ওভারে দ্রুত রান তোলার জন্য অশ্বিনের উপর ভরসা রাখতে পারেননি সঞ্জুরা।
তবে এ ব্যাপারে হেড কোচ সঙ্গকারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অশ্বিনকে। তিনি জানান,”দলের প্রয়োজনে বড় স্বার্থ ত্যাগ করেছে অশ্বিন। আমি বলে দিই এটা শুধুমাত্র দলের সিদ্ধান্ত নয়, অশ্বিন নিজেও সেই সময় উঠে যেতে চেয়েছিল। তিনি আরো যোগ করেন,”আমরা ঠিক যখন এটা নিয়ে আলোচনা করছিলাম, তখনই দেখলাম অশ্বিন নিজেই মাঠ থেকে একই কথা বলছে।’’
এই ব্যাপারে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন,”গোটা ঘটনাটাই দলগত সিদ্ধান্ত। আমরা দলে নতুন নতুন জিনিস আনার প্রতিনিয়ত চেষ্টা করছি। এই বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা এ বারের আইপিএল শুরুর আগে থেকেই আলোচনা করেছিলাম। সে রকম পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদের সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’’