আইপিএল
IPL 2022: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এবারে নতুন দায়িত্বে এবি ডি’ভিলিয়ার্স…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিচ্ছেন এবং আর কোন ধরনের ক্রিকেটে তিনি অংশ নেবেন না। আইপিএল ২০২১ শেষ হওয়ার পরেই নিজের এই সিদ্ধান্ত জানিয়েছিলেন এবি। যদিও খেলোয়াড় হিসেবে আর মাঠে না দেখা গেলেও, এবারে অন্য ভূমিকায় মাঠে অবতীর্ণ হতে চলেছেন ডি’ভিলিয়ার্স। এবারে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ড্রেসিংরুমে অন্য ভূমিকায় দেখা দেবেন এবিডি।
সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, আরসিবিতে খুবই গুরুত্বপূর্ণ পদ, যা হল দলের মেন্টরের কাজ, সেই পদ পেতে চলেছেন এবি ডি’ভিলিয়ার্স। জানা যাচ্ছে যে শীঘ্রই এই পদে আরসিবি ডি’ভিলিয়ার্স এর নাম ঘোষণা করবে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত রয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনটি মরশুম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার পরে ২০১১ সালে আরসিবিতে যোগ দেন এবি ডি’ভিলিয়ার্স। এরপর ২০২১ সাল পর্যন্ত আরসিবির হয়ে খেলেন তিনি।তিনি আইপিএলের অন্যতম সফল খেলোয়াড়। তিনি আইপিএলের ১৮৪টি ম্যাচে ৩টি সেঞ্চুরি এবং চল্লিশটি হাফ সেঞ্চুরি করেছেন। এবি ডি’ভিলিয়ার্স ১৫১ -র বেশি স্ট্রাইকরেটে ৫১৬২ রান করেছেন।