আইপিএল

IPL 2022: ৩৬ বছর বয়সেও নিজের চূড়ান্ত ফিটনেস ধরে রাখার রহস্য ফাঁস করলেন ধাওয়ান…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি আইপিএলে দল হিসেবে পঞ্জাব কিংসের পারফরম্যান্স বেশ খানিকটা নড়বড়ে হলেও, ব্যাট হাতে ছন্দে ফিরেছেন তাদের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রানের একটি দারুণ ইনিংস খেলেন শিখর যার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে যায় পঞ্জাব। আর শিখরের অনবদ্য ব্যাটিংয়ের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারটিও পান।

এর পাশাপাশি এই ম্যাচেই বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ছয় হাজার রানের মাইলস্টোন পেরিয়ে যান শিখর। দুর্দান্ত এই নজির গড়ার পরে এবং ম্যাচ জিতে শিখর বলেন,”আমি কীভাবে ম্যাচ খেলছি, আমার ফিটনেস, আমার দক্ষতার দিকে সবসময় নজর থাকে আমার। আমি জানি এসব জিনিসে গুরুত্ব দিলে আপনা আপনিই ফলাফল ভাল হবে। এই ম্যাচে শুরুতে উইকেটে বলটা একটু আটকে আসছিল। তাই নিজেকে একটু সময় দিই। একবার সেট হয়ে গেলে তো আমি প্রচুর বাউন্ডারি মারতেই পারব। আমি নিজের শক্তিটা জানি এবং তার উপরেই ভরসা করে সাফল্য পেয়েছি।”

বয়সের দিক থেকে ৩৬ পেরিয়ে গেলেও মনের দিক থেকে নিজেকে একেবারে এক তরুণ ওপেনার মনে করেন শিখর। তবে নিজের দায়িত্ব সম্বন্ধে তিনি কিন্তু বরাবরের ওয়াকিবহাল। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সর্বদাই তরুণদের সাহায্য করতে চান। এই ব্যাপারে শিক্ষক বলেন, “আমি এখন একজন সিনিয়র, যদিও মন থেকে সেটা মনে হয়না। সময় দ্রুত কাটছে। অধিনায়ক থেকে শুরু করে বাকি খেলোয়াড়, আমি সকলকেই পরামর্শ দিই। তরুণরা অনেক সময় একটু বেশিই ভাবে। আমি ওদের গাইড করে দেওয়ার চেষ্টা করি। বেশি চিন্তাভাবনা করে নিজের উপর বেশি কঠিন হলে এনার্জি কমে যায়। আমি তো ওদের আকর্ষণের আইনটা বোঝাই। চিন্তাভাবনা বড় করলেই তো বড় সাফল্য আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version