আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম টি-টোয়েন্টিতে জয় অস্ট্রেলিয়ার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ট্রাভিস হেডের এক ওভারে ৩০ রানের ঝড়ে ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার ইংল্যান্ডের।
ইংল্যান্ড অধিনায়ক ফিল সল্ট টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও থামাতে পারেননি হেডের বিধ্বংসী ইনিংকে। ৫ নম্বর ওভারে বল করতে আসা স্যাম কারেনের ওভারে ৩টি ছক্কা ও ৩টি চার মেরে ৩০ রান করেন হেড। কিছুদিন আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং আইপিএলে বেশিরভাগ ম্যাচেই এরম বিধ্বংসী ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। এছাড়াও এই ম্যাচে ২৩ বলে ৫৯ রান করেন হেড যার মধ্যে ছিল মোট ৮টি চার ও ৪টি ছক্কা।
১৯.৩ ওভারে ১৭৯ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ১৮০ রান করতে নেমে ইংল্যান্ড ক্যাপ্টেন সল্ট আউট হয়ে যান ১২ বলে ২০ রান করেই। গোটা ইংল্যান্ড দলের কেউ ভালো খেলতে না পারলেও, একজন প্লেয়ার যিনি ব্যাট, বল দুটোতেই ভালো করলেন তিনি হলেন লিয়াম লিভিংস্টোন। তিনি বল হাতে দিয়েছেন ২২ রান এবং নিয়েছেন ৩টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৭ বলে ৩৭ রান। একক দক্ষতায় ম্যাচ এগিয়ে নিয়ে গেলেও শেষে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।
এই ম্যাচে হেডের বিধ্বংসী ইনিংসেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচ আগামীকাল। এবারে দেখার পরবর্তী ম্যাচে হেডকে রুখতে কি পরিকল্পনা করে নামে ইংল্যান্ড দল।