ক্রিকেট

বিশ্বকাপ খেলতে রওনা দিল ভারত

Published

on

নিজস্ব প্রতিবেদন, ২৫ মে – হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন পর শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই অধিকাংশ দল মেগা ইভেন্টের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে। জুন মাসের ১ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তাই শনিবার রাতেই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় দল। যদিও এখনই দলের সমস্ত ক্রিকেটাররা আমেরিকায় যাচ্ছেন না। অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ, শুভমন গিল, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, খালিল আহমেদ এবং কুলদীপ যাদব সহ মোট ১১ জন ক্রিকেটার প্রথম দফায় আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন। সদ্য আইপিএল অভিযান শেষ করা বেশ কিছু ক্রিকেটার এদিন দলের সঙ্গে যাননি। তাঁরা দ্বিতীয় দফায় দলের সঙ্গে যোগ দেবেন বলেই শোনা যাচ্ছে।

এছাড়াও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং সমস্ত কোচিং স্টাফও রওনা দিলেন। প্রথমে শোনা গিয়েছিল রোহিত শর্মাদের সঙ্গে একই দিনে বিশ্বকাপ খেলতে রওনা দেবেন বিরাট কোহলি। যদিও ভিসা সমস্যার জন্য এদিন দলের সঙ্গে যেতে পারলেন না কোহলি। শোনা যাচ্ছে, ভিসা সমস্যা মিটিয়ে ৩০ মে আমেরিকা উড়ে যাবেন তিনি। অন্যদিকে, আইপিএল অভিযান শেষ করে লন্ডন উড়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানেই কিছুদিন প্রস্তুতি সারছেন ভারতের সহ অধিনায়ক। সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন তিনি। শনিবার ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে একাধিক সমর্থক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রোহিত শর্মাদের নিয়ে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version