ক্রিকেট
সহজ ম্যাচ ‘সাবধানে’ জিতল ভারত
সৌরভ রায়; নিউইয়র্ক, ১২ জুন – ছুটে চলেছে ভারতের জয়ের রথ! বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে প্রতিযোগিতার সুপার এইটে পৌঁছে গেল রোহিত শর্মা ব্রিগেড। সূর্য কুমার যাদব এবং শিবম দুবের সৌজন্যে নিউইয়র্কে নিজেদের শেষ ম্যাচে সহজেই জয় পেল ভারত।
প্রসঙ্গত এদিন টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত। ভারতীয় বোলাররা এদিনও নিজেদের অনবদ্য বোলিং জারি রাখেন। যুক্তরাষ্ট্রের ওপেনার সায়ান জাহাঙ্গীর প্রথম বলেই অর্শদ্বীপ সিংয়ের বলে এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে যান উইকেটরক্ষক ব্যাটার আন্দ্রিয়েস গাউস (২)। এবারেও উইকেটটি নেন অর্শদ্বীপ। যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্সকে (১১) ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। আরেক ওপেনার স্টিভেন টেলর ফেরেন ২৪ রানে। এরপরে নির্দিষ্ট সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। একে একে ফিরে যান নীতিশ কুমার (২৭), করি অ্যান্ডারসন (১৫), হরমিৎ সিং (১০), ভ্যান চকউইক (১১)। নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট খুইয়ে ১১০ রান তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্শদ্বীপ সিং একাই চার উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া দুটি এবং অক্ষর পটেল একটি উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট ধাক্কা খায় ভারত। প্রথম বলেই আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। আইপিএলে দুরন্ত পারফরমেন্সের পরে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করতে পাঠাচ্ছে। তবে নিউইয়র্কের মাটিতে টানা তিনটি ম্যাচে ব্যর্থ হলেন বিরাট। তার কিছুক্ষণের মধ্যেই ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি মাত্র ৩ রান করেন। ঋষভ পন্থ ১৮ রান করে আলি খানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
তবে সেই মুহূর্তে দলের হাল ধরেন সূর্য কুমার যাদব এবং শিবম দুবে। শেষ দুটি ম্যাচে দুজনেই তেমন রান পাচ্ছিলেন না। আর এই কঠিন পিচে দুজনেই প্রথমে বেশ চাপেও পড়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দাঁত কামড়ে লড়লেন দু’জন। পঞ্চম উইকেটে ৭২ রান যোগ করে ভারতকে অবশেষে জয় এনে দিলেন সূর্য-দুবে জুটি। সূর্য ব্যক্তিগত পঞ্চাশ রানে অপরাজিত রইলেন, অন্যদিকে শিবম দুবে ৩১ রান করে অপরাজিতা থাকেন।