আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কানপুর টেস্ট প্রথম থেকেই ছিল নাটকে পরিপূর্ণ। প্রথমে বৃষ্টির জন্য খেলা বাতিল। তারপর চলে ভারতের রেকর্ড তৈরির কীর্তিমান। আর তার মাঝেই মাত্র আড়াই দিনের খেলায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল রোহিত শর্মারা।

আড়াইদিনের খেলা হলেও টেস্ট ম্যাচটি চলেছে পুর পাঁচদিনই। অপরদিকে সিরিজে হোয়াইটওয়াশ হয়েই দেশে ফিরলেন সাকিব মোস্তাফিজুররা। এর আগে পাকিস্তানকে হারিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে এসেছিল বাংলাদেশ। তাদের স্বপ্ন ছিল ভারতের মাটিতে রোহিতদের হারিয়ে দেশে ফেরার। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাদের কাছে। চেন্নাই টেস্টে ২৮০ রানে হারার পরে, কানপুর টেস্টে ৭ উইকেটে হেরে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে টাইগারদের।।

ম্যাচের পরিস্থিতি দেখে একটা সময় মনে হচ্ছিল ম্যাচটি হয়ত ড্র হবে। কারণটা ছিল অবশ্যই বৃষ্টি। প্রথম দিন খেলায় মাত্র ৩৫ ওভার পরেই বন্ধ হয়ে যায় খেলা।। তারপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাতেও একই জিনিস। বৃষ্টির জন্য বাতিল হয় খেলা। অবশেষে চতুর্থ দিনে শুরু হয় ম্যাচ। বাংলাদেশকে ব্যাটিংয়ে ধরাশায়ী করে দেন বুমরাহ-অশ্বিনরা। প্রথম ইনিংসে বাংলাদেশ করে মাত্র ২৩৩ রানে। শতরানের ইনিংস খেলেন মোমিনুল হক। এবারে ব্যাট করতে নামে ভারত। কিন্তু ব্যাট করতে নেমে রোহিত কোহলিদের মনে হচ্ছিল তারা টি-টোয়েন্টি খেলতে নেমেছেন। দ্রুত দলগত ৫০ থেকে শুরু করে দ্রুত ২৫০, সব গুলিই আসে চতুর্থ দিনের খেলায়। অপরদিকে যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজার নিজস্ব কীর্তিমান তো রয়েছেই।। ভারত ব্যাট হাতে করে ২৮৫ রান।

চতুর্থ দিনের শেষে, বাংলাদেশ ব্যাট করতে নেমে পিছিয়ে ছিল ৫২ রানে। সেই রান উত্তীর্ণ করেও বেশি দূর নিয়ে যেতে পারলেন না বাংলাদেশ ব্যাটাররা।। হাফসেঞ্চুরি করেন শাদমান। অবশেষে তাদের ইনিংস থামল মাত্র ১৪৬ রানে। ভারতের কাছে লক্ষ্য ছিল মাত্র ৯৫ রানের। অপরদিকে সম্ভবত নিজের জীবনের শেষ টেস্ট ম্যাচ খেললেন শাকিব আল হাসান। তবে শেষ ম্যাচটা খুব একটা ভাল হলনা তার। শূন্য রানে ফিরে গেলেন শাকিব আল হাসান। অশ্বিন, জাদেজা এবং বুমরাহ প্রত্যেকেই ৩ টি করে উইকেট পান। দুই টেস্টে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version