আন্তর্জাতিক ক্রিকেট
হাইব্রিড মডেলেই কি চ্যাম্পিয়ন্স ট্রফি? জানতে পড়ুন..
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০০৮ সালে শেষ বারের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক কারণের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে খেলতে যায়নি তাঁরা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে সেই পাকিস্তানেই। ফাইনাল হবে লাহোরে। সেখানে ভারত ফাইনালে উঠলে লাহোরের উদ্দেশ্যে খেলতে যাবে কিনা সেই নিয়ে বড় সংশয় রয়েইছে।
বিগত অনেক বছর ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও সিরিজ অনুষ্ঠিত হয়নি। আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়া আর সেরকমভাবে মুখোমুখি হয়নি এই দুই দল। তবে এবারে বড় প্রসঙ্গ হল ভারতীয় দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলবে কিনা। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দল ভারতের মাটিতে খেলতে এসেছিল। তবে ভারতের বোর্ড থেকে তাদের যাওয়ার বিষয়ে এখনও খোলসা করে কিছু জানানো হয়নি।
শোনা যাচ্ছে, যদি পাকিস্তান না যায় ভারতীয় দল, তাহলে তাদের সমস্ত খেলা গুলো দুবাইতে অনুষ্ঠিত করার কথা ভাবছে ভারতের ক্রিকেট বোর্ড। অপরদিকে পাকিস্তান বোর্ড আত্মবিশ্বাসী যে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশেই অনুষ্ঠিত করবেন। চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ভারত সহ সমস্ত দেশ এই প্রতিযোগিতা খেলতে পাকিস্তান আসবে। ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে মার্চের ৯ তারিখ পর্যন্ত। তার জন্য লাহোর, কারাচি এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলিকে মেরামতের কাজ চলছে যাতে ভালোভাবে এই প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।