আন্তর্জাতিক ক্রিকেট
বৃষ্টিতে পন্ড হতে পারে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ধর্মশালায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে সেখানে ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে লাখ টাকার প্রশ্ন রয়েছে। শনিবার বেশ ভালই বৃষ্টির আশঙ্কা রয়েছে ধর্মশালায়। ফলে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলেও মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতর মারফত জানা গিয়েছে শনিবার সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। অনেকেই মনে করছেন পরিস্থিতি যা তাতে গোটা ম্যাচটাই ভেস্তে যেতে পারে। যেহেতু জায়গাটি পার্বত্য অঞ্চল তাই তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে এবং হাওয়ার গতি থাকবে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা।
প্রসঙ্গত প্রথম ম্যাচে লখনৌতে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে দেয় ভারত। সেখানে দুরন্ত ব্যাট করেন ঈশান কিষান (৮৯) এবং শ্রেয়স আইয়ার (৫৭)। এই দলের বেশ কয়েকজন প্রথম একাদশের খেলোয়াড় না থাকলেও ভারতের খেলায় তার প্রভাব পড়েনি। এছাড়া চলতি সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
শনিবারের পরে রবিবারেও ধর্মশালাতেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার। তবে আবহাওয়ার কারণে আদৌ এই দুদিন ম্যাচ হয় কিনা সেটাই দেখার।