ক্রিকেট

ভেস্তে গেল রোহিতদের পরীক্ষা-নিরীক্ষা

Published

on

সৌরভ রায়; ফ্লোরিডা, ১৫ জুন – হ্যারিকেন ঝড়ের প্রভাব কেটে গেলেও, বৃষ্টির আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল শনিবার। খারাপ আউটফিল্ডের কারণে গ্রুপ এ’র ভারত বনাম কানাডা ম্যাচ বাতিল হয়ে গেল। যদিও ভারতীয় দল ইতিমধ্যেই সুপার এইটে পৌঁছে গেছে, তবে রোহিত শর্মার দল পরবর্তী পর্বে নামার আগে, একটা ভালো ম্যাচ প্র্যাকটিসের থেকে অবশ্যই বঞ্চিত হল। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল ভারত। অন্যদিকে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরবর্তী রাউন্ডে গেল অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে অন্যতম হেভিওয়েট দল পাকিস্তান।

প্রসঙ্গত শেষ দু’দিন বৃষ্টির কারণে অনুশীলনই করতে পারেননি কোহলি, রোহিতরা। ম্যাচ আয়োজন নিয়েও যথেষ্ট আশঙ্কা ছিল, কারণ প্রায় গোটা ফ্লোরিডাই বন্যায় জলের তলায় চলে গিয়েছিল। তাছাড়া লডারহিলে যেখানে এই ম্যাচগুলি হওয়ার কথা, সেখানকার নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচও দীর্ঘ অপেক্ষার পরেও ঠিক এই কারণেই ভেস্তে যায়। আম্পায়াররা বারবার এসে পিচ দেখছিলেন এবং অসন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছিলেন।

এরই মাঝে দেখা যায় ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমে নিজেদের মধ্যে ফুটবল খেলছেন। রোহিত, কোহলি, পন্থ সকলকেই বেশ হালকা মেজাজই দেখা যায়। অন্যদিকে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় মাঠের ভিজে জায়গাগুলি শুকিয়েছে কিনা সে দিকে নজর দিচ্ছিলেন।

তবে ভারত পরবর্তী পর্বে পৌঁছে গেলেও, বেশ কিছু প্রশ্নচিহ্ন রয়েই গেল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ওপেন করতে নেমে চূড়ান্ত ব্যর্থ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শেষ তিন ম্যাচে ওপেন করতে নেমে তাঁর রান ১,৪ এবং ০। অনেকেই ভেবেছিলেন শেষ ম্যাচে যশস্বী জয়সওয়ালকে দিয়ে ওপেন করিয়ে কোহলিকে হয়তো তিনে পাঠানো হবে। সেখানে ব্যাট করিয়ে দেখা হবে, ফর্মে ফিরতে পারেন কিনা ভারতের ‘রান মেশিন’। পাশাপাশি এবারে যেহেতু ভারতের সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে, সেখানে স্পিনাররা অনেক বেশি কার্যকর হবেন। তাই এই ম্যাচে কুলদীপ যাদবকে ম্যাচ প্র্যাকটিস দেওয়ারও একটা পরিকল্পনা ছিল। তবে খারাপ আউটফিল্ড সবকিছু ভেস্তে দিল। এখন দেখার এই ভুল ত্রুটিগুলি সামলে রোহিত শর্মা ব্রিগেড সুপার এইট পর্বে কেমন খেলে। প্রসঙ্গত সেই পর্বে ভারত আগামী ২০ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version