আন্তর্জাতিক ক্রিকেট

WT20WC: প্রথম ম্যাচে লজ্জাজনক হার ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টিতে এর আগে মোট তেরোবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু জয় বেশিরভাগ ক্ষেত্রেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে ক্রিকেটভক্তদের আশা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়ত নিউজিল্যান্ডকে হারিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল। কিন্তু সেটা হল না। প্রস্তুতি ম্যাচে পরপর জয় পেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। নিউজিল্যান্ড বোলারদের সামনে আত্মসমর্পণ করল ভারতের ব্যাটিং। ২০০৯ সাল থেকে প্রত্যেকবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি ঘরে তুলতে পারেনি ভারতীয় মহিলারা।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তাদের দুই ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লামার। পাওয়ারপ্লেতেই ৫০ রানের উপর স্কোরবোর্ডে রান তুলে ফেলেন কিউই ওপেনাররা। তারপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারতের বোলাররাও। পরপর দুই ওভারে তারা আউট করে দেন, নিউজিল্যান্ডের দুই ওপেনারকে। মাঝের ওভারগুলোতে যথেষ্ট ভাল বোলিং করেন ভারতীয়রা। তবে শেষের দিকে এসে মাত্র ৩৬ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন। সেই ইনিংসের দরুন ১৫০ রানের গণ্ডি পার করে তার দল। কুড়ি ওভার শেষে তাদের রান হয় ১৬০। অপরদিকে ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবথেকে সফল বোলিং করেন রেনুকা সিং। চার ওভার বল করে মাত্র সাতাশ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন আশা শোভানা এবং অরুন্ধতী রেড্ডি।

১৬১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে প্রথমেই ধাক্কা খায় ভারত। পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যেতে হয় ভারতের দুই তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মাকে। বেশিক্ষণ ক্রিজে থাকেন নি অধিনায়ক হরমনপ্রীতও। তাঁকে আউট করেন নিউজিল্যান্ড বোলার রোজম্যারি মায়ের। প্রথমেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং। অবশেষে ৫৮ রানের বিরাট ব্যবধানে প্রথম ম্যাচেই হার স্বীকার করতে হয় হরমনপ্রীতদের। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অবশ্যই চাপে থাকবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version