আন্তর্জাতিক ক্রিকেট

বেঙ্গালুরুতে রোহিত, কোহলিদের পিঙ্ক বল টেস্ট দেখতে হাজির থাকবেন মাঠ ভর্তি দর্শক!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিল বিসিসিআই। দীর্ঘদিন পরে মাঠ ভর্তি দর্শকদের সামনে ক্রিকেট খেলবেন রহিত শর্মা, বিরাট কোহলির। ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচে গোটা মাঠেই দর্শক থাকার ছাড়পত্র দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। করোনা পরিস্থিতির উন্নতির পরে এই প্রথম দর্শক প্রবেশে কোনওরকম নিষেধাজ্ঞা থাকছে না।

আসন্ন ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচটি দিনরাতের ম্যাচ। এই ম্যাচে মাঠে যে দর্শক থাকবে সে কথা আগেই জানিয়েছিল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে বিসিসিআইয়ের থেকে ছাড়পত্র পাওয়ার পরে তারা জানিয়েছে যে ৫০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ দর্শক নিয়েই এই ম্যাচ আয়োজন করা হবে। দেশে করোনা সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার কারণেই করোনা বিধি শিথিল করা হয়েছে।

এই বিষয়ে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য বিনয় মৃত্যুঞ্জয় জানিয়েছেন,”ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১০০ শতাংশ দর্শক নিয়েই আয়োজন করা হবে। দিন-রাতের টেস্ট দেখার জন্য টিকিটের বিপুল চাহিদার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ এই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১০০, ৫০০, ৭৫০ এবং ১২৫০ টাকা।

যদিও এই ম্যাচের আগে করোনা বধি শিথিল হলেও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা দর্শকদের কাছে অনুরোধ করেছেন তারা সকলে যেন মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version