আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জল্পনা অব্যাহত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই পাকিস্তান গিয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে না ভারত, সেই বিষয়ে আইসিসিকে সরকারিভাবে জানিয়েও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অপরদিকে কোনও নিরপেক্ষ দেশে ভারতের ম্যাচগুলিকে আয়োজনের কথা ভাবছে আইসিসি। তবে সেখানে রয়েছে একটি সমস্যা। সেটি হল, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন যে যদি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়, তাহলে সেখানে খেলবেনা পাকিস্তান। আইসিসি বেশিরভাগ ম্যাচ পাকিস্তানে আয়োজন করার প্রতিশ্রুতি দিলেও, তাতে রাজি নয় পিসিবি।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজন করতে না পারলে, এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভারত যদি পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয় অথবা যদি হাইব্রিড মডেলে পাকিস্তান খেলতে রাজি না হয়, তবে অন্য কোনও নিরপেক্ষ দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি। শোনা যাচ্ছে সেই দৌড়ে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি দেশ। যেখানে নাম রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহির। যদিও বাকি দেশগুলির কোনও আপত্তি নেই সেখানে গিয়ে খেলতে। অপরদিকে ডিসেম্বর মাসের ১ তারিখ আইসিসির চেয়ারম্যান পদের দায়িত্ব নেবেন বর্তমান জয় শাহ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে খুব হাতে বেশি সময় বাকি নেই। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হওয়ার কথা এই প্রতিযোগিতার। দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়া না হলে প্রতিযোগিতা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে, যেটা ক্রিকেট এবং ক্রিকেটপ্রেমীদের জন্য ভাল বিজ্ঞাপন হবেনা। তাই যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে প্রতিযোগিতা শুরু করার দিকে এগোতে হবে আইসিসিকে।