ক্রিকেট

প্রতিশোধের লক্ষ্যে ভারত

Published

on

সৌরভ রায়; সেন্ট লুসিয়া, ২৩ জুন – জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। ভারতীয় সময়ে রবিবার সকালে আফগানিস্তান এই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল তথা ৫০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সকলকে চমকে দিয়েছে। ফলে গ্রুপ ১ একেবারে ওপেন হয়ে গেছে। এই গ্রুপ থেকে তিনটি দল ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যে কেউ পরবর্তী পর্বে যেতে পারে।

আর এমন পরিস্থিতিতেই সোমবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এই গ্রুপে ভারত তাঁদের প্রথম দুটি ম্যাচ জিতে তুলনামূলকভাবে ভাল জায়গায় থাকলেও, কোনও দলই এখনও সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতলে তাঁরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চলে যাবে। তবে ভারত যদি হেরে যায় সেক্ষেত্রে ভারতের সেমিফাইনালে যাওয়া না যাওয়া নির্ভর করবে নেট রান রেটের উপর। অস্ট্রেলিয়া যদি ভারতকে বড় ব্যবধানে হারায়, এবং আফগানিস্তান অন্য ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে সক্ষম হয়, তবে ভারতেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই ক্ষীণ হলেও অঙ্কের বিচারে সেই সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে আরও একটা অঙ্ক রয়েছে। আফগানিস্তান যেহেতু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাই এবারে মিচেল মার্শরা যদি ভারতের বিরুদ্ধে হেরে যান,এবং আফগানিস্তান অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে দেয় তবে অস্ট্রেলিয়া এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। তাই ভারতের কাছে সুযোগ রয়েছে শেষ ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের হারের বদলা নেওয়ার। সমস্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকেই থাকবে।

তবে সেন্ট লুসিয়ার উইকেটে যে ভারতীয় স্পিনাররা অনেক বেশি সুবিধা পাবেন তা এখনই বলে দেওয়া যায়। এখানকার উইকেট স্পিন সহায়ক এবং দিনের বেলার ম্যাচগুলিতে স্পিনাররা অনেক বেশি সুবিধা পাচ্ছেন। ফলে ভারতীয় দলের স্পিন বিভাগের দিকে তাকালে এবং কুলদীপ যাদব যেভাবে পারফর্ম করছেন, তাতে বলাই যায় ভারত এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে। এই জায়গাটি যেহেতু সমুদ্রের একেবারে পাশে, তাই এখানে যখন তখন বৃষ্টি নামতে পারে। সে কারণে আগামীকালের ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যেহেতু দিনের বেলায় ম্যাচটি অনুষ্ঠিত হবে, তাই এখানে টসে জিতে প্রথমে ব্যাট করাটাই আদর্শজনক। তবে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তখন কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version