ক্রিকেট

অধরা মাধুরীর লক্ষ্যে টিম ইন্ডিয়া

Published

on

সৌরভ রায়; বার্বাডোজ, ২৮ জুন – শনিবার বিশ্ব ক্রিকেটের ‘মহা কুম্ভ’ হতে চলেছে হতে চলেছে বার্বাডোজ। এই মাঠেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত গোটা প্রতিযোগিতায় ভারতের খেলার ধরন দেখে বোঝা গেছে যে পিচ, আবহাওয়া বা অন্য যাই বাধা আসুক, কোনও কিছুই থামাতে পারেনি রোহিত শর্মা ব্রিগেডকে। কারণ ভারতীয় দল নিজেদের শক্তি এবং পরিকল্পনার উপরে আস্থা রেখে একের পর এক বাধা অতিক্রম করে এগিয়ে গেছে।

এখন তাঁদের সামনে একটাই লক্ষ্য। দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়ে আরও একটা আইসিসি ট্রফি জয়। তবে তার আগে শুক্রবার অনুশীলন করলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বৃহস্পতিবার ইংল্যান্ডের ম্যাচে ধকল তো ছিলই, তারপরে আবার পরের দিনই বার্বাডোজে পৌঁছেই কেউই অনুশীলনের ধকল নিতে চাননি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পরেই তাই ফাইনালের সাংবাদিক সম্মেলন সেরে ফেলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। সেইসঙ্গে শুক্রবার গোটা দলকেই ছুটি দিয়ে দেওয়া হয়। টিম ম্যানেজমেন্ট মনে করছে, এতে ক্রিকেটাররা অনেক তরতাজা হয় ফাইনালে নামতে পারবেন।

এমনিতে ভারতীয় দলে একটা ফিল গুড পরিবেশ কাজ করলেও, ফাইনালের আগে দ্রাবিড়দের মনে কিছু চিন্তা রয়েছেই। তার মধ্যে অন্যতম হল বিরাট কোহলির অফ ফর্ম। গোটা প্রতিযোগিতায় ওপেন করতে নেমে তিনি চূড়ান্ত ব্যর্থ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। যদিও তারপরেও অধিনায়ক রোহিত শর্মার সমর্থন পেয়েছেন তিনি। রোহিত তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন, কোহলি হয়তো ফাইনালের জন্যই তার রান তুলে রেখেছেন। অন্যদিকে মিডল অর্ডারে শিবম দুবের টানা অফ ফর্মও চিন্তায় রাখবে ভারতীয় দলকে। খোঁজ নিয়ে জানা গেল বার্বাডোজের যে পিচে ফাইনাল খেলা হবে, সেখানে বড় স্কোর হওয়ার সম্ভাবনা বেশি। তবে কুলদীপ, অক্ষর, বুমরাহরা যা ফর্মে রয়েছেন, তাতে দক্ষিণ আফ্রিকাকে বড় রান করতে গেলে যে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে তা এখনই বলে দেওয়া যায়। শনিবার ম্যাচের সময় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা রয়েছে।
এদিকে ভারতকে সমর্থন করতে, প্রচুর সমর্থক গোটা বিশ্ব থেকে বার্বাডোজে এসে উপস্থিত হয়েছেন। তাদের শুধু একটাই আর্তি; শনিবার যেন বিশ্বকাপটা রোহিতের হাতেই ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version