ক্রিকেট
পান্ডিয়া, কুলদীপে ছারখার বাংলাদেশ
সৌরভ রায়; অ্যান্টিগা, ২২ জুন – সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে রীতিমতো ছেলে খেলা করে ৫০ রানের ব্যবধানে হারাল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত ভারতকে অল্প রানে আউট করে দেওয়ার আশায় টসে জিতে প্রথমে বল করার নিয়েছিলেন। তবে সেই আশায় জল ঢেলে প্রথমে ব্যাট করে ১৯৬ রান তোলে রোহিত ব্রিগেড। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে মাত্র ১৪৬ রান তুলতেই সক্ষম হয় বাংলাদেশ।
এদিন প্রথমে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রসঙ্গত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই রানের মধ্যে ছিলেন না দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে বাংলাদেশের বিরুদ্ধে দুজনেই এদিন ভালো শুরু করেন। ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে বড় শট খেলতে গিয়ে আউট হন রোহিত। কোহলি যদিও একদিকে টিকে ছিলেন। তবে তিনিও শেষ পর্যন্ত ২৮ বলে ৩৭ রান করে ফিরে যান। কোহলি, পরপর দুদিন ভালো শুরু করেও, বড় স্কোর করতে পারলেন না। এই ম্যাচে রোহিতের উইকেট নিয়ে বড় নজির গড়লেন শাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে, প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন তিনি।
আফগানিস্তান ম্যাচের নায়ক, সূর্য কুমার যাদব এদিন বড় রান করতে পারেননি। ব্যক্তিগত ৬ রানে সূর্য। তবে মিডিল অর্ডারে এদিনও ভারতকে ভরসা দিলেন ঋষভ পন্থ। আউট হওয়ার আগে ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। তার পাশাপাশি প্রায় গোটা প্রতিযোগিতায় খারাপ ফর্মে থাকা শিবম দুবে অবশেষে এদিন ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। ২৪ বলে ৩৪ রান করেন তিনি। শেষদিকে দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ২৭ বলে ঝোড়ো ৫০ রানের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাঁদের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শান্ত (৪০)। এছাড়া তানজিদ হাসান (২৯) এবং রিশাদ হোসেন (২৪) ছাড়া আর কেউ বলার মতো রান করতে ব্যর্থ হন। ভারতের হয়ে এদিনও অনবদ্য বোলিং করলেন কুলদীপ যাদব। নির্ধারিত চার ওভার মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। পাশাপাশি দুটি করে উইকেট নেন বুমরাহ এবং অর্শদীপ।