আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: দেশের মাঠে সর্বনিম্ন রানের নজির গড়ল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃষ্টির জন্য বাতিল হয়েছিল প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করলেন কিউয়ি পেসাররা। মাত্র ৪৬ রান করেই সাজঘরে ফিরল রোহিত বাহিনী। এরই সঙ্গে দেশের মাঠে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর করল টিম ইন্ডিয়া। শূন্য রানেই আউট হলেন দলের পাঁচজন ব্যাটার।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেই সিদ্ধান্তে অনড় থাকতে পড়লেন না তাঁরা। উইল ও’রুরকির সুইংয়ের সামনে রীতিমতো আত্মসমর্পণ করলেন বিরাট, রোহিতরা। একাধিক ব্যাটসম্যান আউট হন শূন্য রানেই তবে দুই অঙ্কের রানে পৌঁছন মাত্র দুজন ব্যাটার। যে দলটা ২০১৩ সাল থেকে ঘরের মাঠে টানা ১৮টা টেস্ট সিরিজ জিতেছে, পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে, সেই দল নিজেদের ঘরের মাঠে এদিন সর্বনিম্ন রানের নজির গড়ল। এর আগে ঘরের মাঠে ভারতের সর্বনিম্ন রান ছিল ৭৫।

এর আগে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের কথা মনে আছে সকলেরই। এদিন ভারতীয় ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল গোটা সময়টাই তাঁদের সেই আতঙ্কই তাড়া করেছে। তবে যেন তেনভাবে সেই লজ্জার নজির পার করেন পন্থ, কোহলিরা। মাত্র ২ রান করেই, সপ্তম ওভারে নিজের উইকেট খোয়ান ভার‍ত অধিনায়ক রোহিত শর্মা। তারপর একে একে সাজঘরে ফেরেন বিরাট কোহলি, সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজারা। প্রত্যেকেই শূন্য রানে আউট হন। যদিও কিউয়িদের তাবর বোলিংয়ের সামনে রান তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। যার ফলে ইনিংসের সর্বোচ্চ ২০ এবং ১৩ রান করেন তাঁরা দুজনে। অপরদিকে পাঁচ উইকেট তুলে নেন ম্যাট হেনরি এবং চার উইকেট নেন উইল ও’রুরকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version