ক্রিকেট

ভারত বিশ্বকাপ জেতার যোগ্য: দ্রাবিড়

Published

on

সৌরভ রায়; বার্বাডোজ, ২৮ জুন – শনিবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচটিই ভারতীয় দলের হেড কোচ হিসেবে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ। ভারতীয় দলের ‘দ্য ওয়ালের’ এখনও পর্যন্ত বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি। ২০০৩ সালে ক্রিকেটার হিসেবে এবং ২০২৩ সালে কোচের পদে থেকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও, দু’বারই দ্রাবিড়কে খালি হাতেই ফিরতে হয়েছিল। তাই শেষ সুযোগের কাছে এসে দ্রাবিড় চাইছেন তাঁর ছেলেরা চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ুন। দ্রাবিড় বলেন,”ফাইনালে ওঠার পরে আমি প্রত্যেককে বলেছি এই ম্যাচটা শুধুমাত্র উপভোগ করার জন্য খেলো। অতিরিক্ত চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। আমরা যা পরিকল্পনা করছি, সেটা বাস্তবায়িত করতে পারলেই হবে। আমি মনে করি যোগ্য দল হিসেবে ওদের ফাইনাল জেতা উচিত।”

প্রসঙ্গত শেষ কয়েকটি আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছলেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। চ্যাম্পিয়নশিপের কাছে গেলেই কি দল চোক করছে? উত্তরে দ্রাবিড় বলেন,”আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এই দলের অদম্য জেতার খিদে রয়েছে। সেটা না থাকলে ভারত এতবার ফাইনালে পৌঁছতে পারত না। আমি মনে করি অনেকগুলি বিষয়ে একসঙ্গে ঠিকঠাক ঘটলে, তবেই ট্রফি জেতা যায়। সেটা শেষ কয়েকটা ফাইনালে হয়নি। তবে শনিবার ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে। দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী দল এবং ওদের অনেকজন ম্যাচ উইনার রয়েছে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় আরও যোগ করেন,”আমি বিশ্বাস করিনা যে, কারোর জন্য বিশ্বকাপ জিততে হবে। যারা এভারেস্ট জয় করতে যান, তারা কেন যান সেই অভিযানে? মাউন্ট এভারেস্টটা রয়েছে বলেই তো তাঁরা সেই অভিযানে যান। এই টি-টোয়েন্টি বিশ্বকাপটাও আমাদের কাছে ঠিক তেমনই। এটা একটা এমন প্রতিযোগিতা যেটা আমাদের জিততে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version