আন্তর্জাতিক ক্রিকেট

কানপুরে রেকর্ডের ফুলঝুরি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় হয়েছিল মাত্র ৩৫ ওভার। তারপর থেকে শুরু হয় বৃষ্টির প্রকোপ। টানা দুদিন খেলা বাতিলের পর অবশেষে চতুর্থ দিন শুরু হয় খেলা। সেই খেলায় একের পর এক রেকর্ড তৈরি করে ভারতীয় দল।

প্রথমেই আসে টেস্ট ক্রিকেটে দ্রুততম দলগত ৫০ রানের রেকর্ড। সেটি আসে মাত্র ৩ ওভারে। এখানেই থেমে থাকেনি ভারতের ব্যাটিং। তারপর থেকে শুরু হয় দ্রুত দলগত রানের রেকর্ড তৈরির ঝড়। দ্রুত ১০০ রান আসে ১০.১ ওভারে। দ্রুততম ১৫০ রান আসে ১৮.২ ওভারে। দ্রুততম ২০০ রান আসে ২৪.২ ওভারে এবং দ্রুততম ২৫০ রান আসে মাত্র ৩০.১ ওভারেই। এর পাশাপাশি এক বছরে সবথেকে বেশি ছয় হাঁকানোর রেকর্ডও তৈরি করল ভারতীয় ব্যাটটাররা।

এছাড়াও নতুন রেকর্ড তৈরি করলেন ভারতের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সপ্তম ভারতীয় বোলার হিসেবে নিলেন ৩০০টি টেস্ট উইকেট। তার পাশাপাশি ভারতীয় ওপেনার হিসেবে দ্রুত অর্ধশতরানের রেকর্ড তৈরি করলেন যশস্বী জয়সওয়াল। মাত্র ৩১ বলেই করেন অর্ধশতরান। ২৮৫ রানে ভারত ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারায়। এখনও ২৬ রানে পিছিয়ে রয়েছে তারা। বাকি আর একদিনের খেলা। এখন দেখার বাংলাদেশ কত রানের লক্ষ্যমাত্রা দিতে পারে ছন্দে থাকা ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version