আন্তর্জাতিক ক্রিকেট

EMERGING ASIA CUP: গতবার ফাইনালে হারের বদলা নিল ভারতের যুবরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওমানে অনুষ্ঠিত হচ্ছে যুবদের এশিয়া কাপ। আর সেই প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় পেলেন তিলক বর্মারা। পাকিস্তানের বিরুদ্ধে ৭ রানে জয় পেল ভারতের যুব দল। যদিও গতবার এই প্রতিযোগিতার ফাইনালে, পাকিস্তানের বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। কিন্তু এবারে, ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর, যুবদের এশিয়া কাপের ম্যাচেও পাক বধ ভারতের। এই ম্যাচের নায়ক হন ভারতের তরুণ পেসার অংশুল কাম্বোজ।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক তিলক ভার্মা। শুরুতেই ব্যাট হাতে দুরন্ত প্রদর্শন করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও প্রভসিমরন সিং। ২২ বলে ৩৫ রান করেন অভিষেক। অন্যদিকে ১৯ বলে ৩৬ রান করেন প্রভসিমরন। এছাড়াও প্রথমে ধীর গতিতে খেললেও, পড়ে চার-ছয় হাকিয়ে অধিনায়ক তিলক করেন ৩৫ বলে ৪৪ রান। অপরদিকে নেহাল ওয়াধেরা করেন ২২ বলে ২৫ রান। একদম শেষের দিকে কেকেআরের ব্যাটার রমনদীপ সিং ১১ বলে ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৮ উইকেট হারিয়ে ভারতের রান হয় ১৮৩।

দ্বিতীয় ইনিংসে বল হাতে শুরুতেই অধিনায়ক মহম্মদ হ্যারিস এবং ওমের ইউসুফের উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের মনোবল ভেঙে দেন অংশুল। অংশুলের পাশাপাশি, দুরন্ত বল করেন রসিখ সালাম ও নিশান্ত সিন্ধুও। তবে সেই তুলনায় বৈভব অরোরা একটু বেশিই রান দিয়ে বসেন। অপরদিকে লাগাতর উইকেটের পতনের ফলে ম্যাচে ফেরার সুযোগ পায়নি পাকিস্তান। তবে কিছুটা চেষ্টা চালিয়েছিলেন আরাফাত মিনহাস এবং ইয়াসির খান। অবশেষে তাদের ইনিংস থেমে যায় ১৭৬ রানেই। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অংশুল। ফলে শেষ পর্যন্ত ৭ রানে এই ম্যাচ থেকে জয়লাভ করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version