আন্তর্জাতিক ক্রিকেট

ICC CWC 2023: ৮-এ আট! পাকিস্তানকে হেলায় হারিয়ে শীর্ষে ভারত…

Published

on

সৌরভ রায়, আহমেদাবাদ: ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই এক স্নায়ুযুদ্ধ। ম্যাচের বহু আগে থেকেই চড়তে শুরু করে উত্তেজনার পারদ। আর বিশ্বকাপের ম্যাচ হলে তো কথাই নেই। সব মিলিয়ে শনিবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে উঠেছিল হাইভোল্টেজ। আর সেই ম্যাচেই পাকিস্তানকে হেলায় হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল ভারত। এই নিয়ে বিশ্বকাপের মোট ৮টি সাক্ষাতের ৮টিতেই জিতল‌ ভারত। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের মত চলতি বিশ্বকাপেও ভারতের কাছে পরাস্ত হতে হল পাকিস্তানকে। আর টানটান লড়াইয়ের পূর্বাভাসকে উড়িয়ে দিয়ে ম্যাচ হল একদম একতরফা। ১৯ ওভার ৩ বল বাকি থাকতেই ভারত পাকিস্তানকে উড়িয়ে দিল ৭ উইকেটে।

প্রথমে ব্যাটিং করে পাকিস্তান মাত্র ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায়। ‌ শুরুটা অবশ্য পাকিস্তান মন্দ করেনি। শাফিক ২০ রানে ফিরে গেলেও প্রথমে ইমান-উল-হক এবং পরে মহম্মদ রিজওয়ানের সঙ্গে ইনিংসে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক বাবর আজম। কিন্তু এই তিনজন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ইনিংস। বাবর ৫০ এবং রিজওয়ান ৪৯ রান করেন। এর পরে হাসান আলি ছাড়া কেউই দু অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। বুমরা, হার্দিক, সিরাজ, কুলদীপ যাদব এবং জাদেজা ২টি করে উইকেট দখল করেন।

ভারতের হয়ে রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ডেঙ্গু থেকে সুস্থ হয়ে মাঠে নামা শুভমন গিল। ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে এদিন রান পেলেন না বিরাট কোহলিও (১৬)। তবে রোহিত শর্মা ৬৩ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে খুব সহজেই দলকে পৌঁছে দেন লক্ষ্যের কাছে। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছয়। অন্যদিকে শ্রেয়স আইয়ার অপরাজিত থেকে যান ৫৩ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version