আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: সোয়া তিনদিনেই টেস্ট জিতল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে দুরন্ত শতরান এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে নিজের ঘরের মাঠে ভারতকে বড় জয় এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮০ রানে প্রথম টেস্ট ম্যাচটি জিতল রোহিত শর্মা ব্রিগেড। এই জয় মুখ্য ভূমিকা নেওয়ার পাশাপাশি নিজের জীবনের ৩৭তম পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়লেন অশ্বিন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও, অশ্বিন ঝড়ে শেষ পর্যন্ত তারা হার মানতে বাধ্য হন।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ফুল ফুটিয়েছিল অশ্বিন-জাদেজা জুটি। দ্বিতীয় ইনিংসে বল হাতেও সেই জুটি অনবদ্য। অশ্বিনের ৬ উইকেট এবং জাদেজার ৩ উইকেটে চতুর্থ দিনের প্রথম সেশনেই চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় জয় পেল ভারত। প্রথম ইনিংসে বুমরাহর দাপুটে বোলিংয়ে মাত্র ১৪৯ রানে আটকে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারতের হয়ে ব্যাট হাতে শতরান করেছিলেন অশ্বিন। জাদেজা করেছিলেন ৮৬ রান।

প্রত্যাবর্তনেই চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করেন পন্থ। অপরদিকে শুভমন গিলের ব্যাট থেকে আসে অপরাজিত ১১৯ রানের ইনিংস । দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রানে নিজেদের ইনিংস ডিক্লেয়ার করেন রোহিত। সবমিলিয়ে জেতার জন্য ৫১৫ রানের বিশাল টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে। এই বিশাল রানের টার্গেট দেখে খেলার গতিপ্রকৃতি বোঝাই যাচ্ছিল। অবশেষে চতুর্থ দিনের শুরুতেই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেন রোহিত-কোহলিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version