আন্তর্জাতিক ক্রিকেট

বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে ভারত

Published

on

রে স্পোর্টস নিউজ ডেস্ক: বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা পাকা করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪.০৬%। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬.৬৭%। নিঃসন্দেহে এই ব্যবধান যে অনেকটাই কমে এসেছে ভারতের এই জয়ে, তা বলাই বাহুল্য। তবে এখনো পুরোপুরি আশঙ্কা কাটেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি এখনো দুটি টেস্ট। এই দুটির একটিতেও যদি ভারত হেরে যায়, আর ২-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে ফাইনালে পৌঁছতে পারবে না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট হারলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৫৬.৯৪। দুটিই ড্র হলে ৬০.৬৫। অন্যদিকে শ্রীলংকা, দুটি টেস্ট জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬১.১১। সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা বন্ধ হয়ে যাবে ভারতের জন্য।

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্যত পৌঁছেই গেছে অস্ট্রেলিয়া। ভারতের কাছে চারটি টেস্ট ম্যাচ হারলেও তারা ফাইনালে অনায়াসে পৌঁছবে যদি না শ্রীলঙ্কা দুটি টেস্ট ম্যাচে জিতে যায়। ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার যদি একটি ড্র করে, তাহলেও শ্রীলংকার থেকে বেশি পয়েন্ট নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কাকে দুটি টেস্ট ম্যাচ জেতার পাশাপাশি নির্ভর করতে হবে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের উপরও। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টের ফলাফল যদি ৩-১ বা ৪-০ হয়, তাহলে চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন অধরাই থেকে যাবে শ্রীলংকার। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে একেবারেই ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। সর্বাধিক তাদের পয়েন্ট হতে পারে ৫৫.৫৬, যা ভারত এবং অস্ট্রেলিয়ার যথাক্রমে সর্বনিম্ন পয়েন্ট ৫৬.৯৪ এবং ৫৯.৬৫ এর থেকেও কম।

তবে দিল্লিতে অনুষ্ঠিত এই দ্বিতীয় টেস্ট যে টেস্ট ম্যাচ নিয়ে প্রচলিত মিথকে ভেঙে দিয়েছে তা বলাই যায়। অত্যন্ত দ্রুত গতি এবং টানটান উত্তেজনার মধ্যে দিয়েই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। ১ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর স্কোর যখন ৮৬-২, তখন একসময় মনে হয়েছিল হয়তো ম্যাচ বের করে নেবে অস্ট্রেলিয়া। কিন্তু সেখানেই ঘটে মিরাকেল। মাত্র ২৮ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৪২ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। বাকি ৩ টে উইকেট চলে যায় রবিচন্দন অশ্বিনের ঝুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version