ক্রিকেট
জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত
সৌরভ রায়; নিউইয়র্ক, ১১ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিতে, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রসঙ্গত এ’গ্রুপে থাকা এই দুই দলই বর্তমানে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্টে রয়েছে। এই ম্যাচে যে জিতবে, সেই দল গ্রুপ থেকে সর্বপ্রথম সুপার এইটে পৌঁছবে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে সেই প্রথম দিন থেকেই বিতর্ক চলছে। এখন দেখার এখনও পর্যন্ত অপরাজিত থাকা এই দুই দলের মধ্যে বুধবার কোন দল জয় তুলে নেয়।
ইতিমধ্যেই নিউইয়র্কে নিজেদের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় ব্রিগেড। আগামীকাল নাসাউ কাউন্টির মাঠে নিজেদের শেষ ম্যাচে জিতেই নিউইয়র্ক পর্ব শেষ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। সেই সঙ্গে সুপার এইটের টিকিট পাকা করে ফেলবে রোহিতরা। মায়ামিতে ভারতের গ্রুপ লিগের শেষ ম্যাচ ১৫ জুন। যদিও সেই ম্যাচ হওয়া নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। সেই সময় মায়ামিতে আছড়ে পরার কথা হ্যারিকেনের। শুধু ভারত নয়, ১৬ জুন মায়ামিতে খেলার কথা পাকিস্তানেরও। সেই ম্যাচে ভেস্তে গেলে এবারের টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান।
মঙ্গলবার ছিল ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। এই অনুশীলনে ১৫ জনের ভারতীয় দলের মধ্যে শুধুমাত্র ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব উপস্থিত ছিলেন। সেখানে পন্থকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। এখনও অবধি এই বিশ্বকাপের একটি ম্যাচেও মাঠে নামেননি কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচে খেলতে নামার আগে বুধবার কি ভারতীয় দলে দেখা যাবে কুলদীপকে? নাকি নিউইয়র্কের কঠিন পিচে উইনিং কম্বিনেশন না ভেঙে পাকিস্তান ম্যাচের দল নিয়েই মাঠে নামবেন রোহিত, সেটাই দেখার। মঙ্গলবার ভারতীয় দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বোলিং কোচ পরশ মামরে।তিনি বলেন,”বুমরাহ বারবার প্রমাণ করেছে ও কত বড় মাপের বোলার। নিউইয়র্কের উইকেট একদমই আলাদা। এমন উইকেটে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, বল করে সাফল্য পেয়েছে বুমরাহ।