ক্রিকেট
বেসরকারি টেস্টেও চুনকাম ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে টেস্টে চুনকাম হয়েছে রোহিত-কোহলিরা। এবারে অজি ভূমিতে বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে ০-২ ব্যবধানে সিরিজ হারতে হয় ভারত ‘এ’ দলকে। চরম ব্যার্থ কে এল রাহুল। সেসবের মাঝেও অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনদের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে। বোলাররা লড়াই চালালেও শেষে ৬ উইকেটে হারতে হয় রুতুরাজের দলকে।
এর আগে প্রথম বেসরকারি টেস্টে ভারত ‘এ’ দল হেরেছিল ৭ উইকেটে। এই হারের পরেই তড়িঘড়ি অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হয় কে এল রাহুল এবং ধ্রুব জুরেলকে। আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেখানে গিয়ে মাত্র ১৪ রান করেন অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল। চার ইনিংসে মাত্র ১৬২ রান রান করেন দুজনে। যদিও এই রানের মধ্যে এক ১৪৮ রান করেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল। অপরদিকে প্রথম ইনিংসে ব্যার্থ হলেও দ্বিতীয় ইনিংসে তনুশ কোটিয়ান করেন ৪৪ রান।
প্রথম বেসরকারি টেস্টের দুটো ইনিংসে ভারতীয়রা করেছিলেন যথাক্রমে ১০৭ ও ৩১২ রান। তবে দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শনের ১০৩ রান এবং দেবদত্ত পাডিক্কলের ৮৮ রানের সুবাদে ২২৯ রান করে ভারত। অস্ট্রেলিয়ার কাছে জয়ের লক্ষ্য ছিল ১৬৮ রানের। সেখানে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যাম কোনস্টাস। বিউ ওয়েবস্টেরও খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। কিন্তু শুরুতে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলীয়া ‘এ’। তবে এই দুই ব্যাটারের যুগলবন্দীতে জয় তুলে আনতে সক্ষম হয় আয়োজকরা। অপরদিকে বিপজ্জনক মনে হওয়া খলিল আহমেদকে ৪ ওভারের বেশি বল করালেন না রুতুরাজ।
সাদা বলের ক্রিকেটে দারুন প্রদর্শন করছে ভারত। শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে সিরিজ শুরু করে সূর্যকুমার যাদবের দল। তবে লাল বলের ক্রিকেটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে ভারতকে। দেশের মাটির পর এবারে বিদেশের মাটিতেও তার অন্যথা হলোনা। এবারে দেখার কত দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয় ভারত।