ক্রিকেট

IND vs NZ: নতুন নজির বিরাটের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফের নতুন রেকর্ড গড়ে শিরোনামে উঠে এলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে ৯,০০০ রানের গণ্ডি টপকে গেলেন ভারতের তারকা ব্যাটার। শচীন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কারের পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় জায়গা পেলেন বিরাট।

শুক্রবার ব্যাঙ্গালোরের চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টে এই রেকর্ড গড়লেন বিরাট। দীর্ঘ আট বছর পর তিন নম্বরে খেলতে নেমে প্রথম ইনিংসটা মোটেই ভালো যায়নি তার। ৯ বল খেলে কোন রান না করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছিল বিরাটকে। তবে দ্বিতীয় ইনিংসে দেখা গেল চেনা ছবি। হাফ সেঞ্চুরি করে ফেলার সাথে সাথেই ৯,০০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত বৃহস্পতিবার মাত্র ৪৬ রানে ১০ উইকেট খুইয়েছিল ভারত। শুক্রবার তাই ৩৫৬ রানের ঘাটতি মেটাতে জোরকদমে লেগে পড়েন কোহলি।

শুক্রবার বেঙ্গালুরুতে ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৯,০০০ রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট। তবে বাকি তিন জনের থেকে নিয়েছেন অনেকটা বেশি সময়। মোট ১৯৭ ইনিংস খেলে তবে এই রেকর্ড গড়তে পেরেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে মাত্র দ্রুততম ব্যাটার হিসাবে ৫৯৪ ইনিংস খেলে ২৭,০০০ আন্তর্জাতিক রান সম্পূর্ণ করে ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version