ক্রিকেট

IND vs NZ: সেঞ্চুরি হাতছাড়া! সপ্তমবার নার্ভাস নাইটির শিকার পন্থ…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট একের পর এক ধাক্কা দিয়েই চলেছে ভারতকে। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে সব উইকেট হারিয়ে ফেলার ধাক্কা সামলে উঠতে না উঠতেই দ্বিতীয় ইনিংসে ফের বড় ধাক্কা ভারতের জন্য। চতুর্থ দিনের সকালে সরফরাজ-পন্থের দুরন্ত পার্টনারশিপের পর বিকেলে কেএল রাহুল-জাদেজাদের ব্যর্থতায় হারের খাঁড়া ঝুলছে ভারতের মাথার উপর। পঞ্চম দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন মাত্র ১০৭ রান।

চতুর্থ দিনে প্রথম সেশনে দারুণভাবে দাপট দেখালেন সরফরাজ এবং পন্থ। চতুর্থ উইকেটে দুজনে ১৭৭ রানের পার্টনারশিপ গড়েন। সরফরাজ করেন ১৫০ রান। সবচেয়ে বেশি হতাশাজনক ঋষভ পন্থের আউট! শতরানের দোরগোড়ায় আউট হলেন তিনি।

হাঁটুর চোটের কারনে টেস্টের তৃতীয় দিনে মাঠে নামেননি পন্থ। চতুর্থ দিনে তার মাঠে আসা দেখে বেশ কিছুটা উচ্ছ্বসিত ছিলেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। প্রথম দিকে একটু ধীর মেজাজে খেললেও চেনা ছন্দেই ফিরে পাওয়া যায় তাকে। রচীন রবীন্দ্রকে বেশ কয়েকটি ওভার বাউন্ডারি মারার পরে আত্মবিশ্বাসী লাগছিল তাঁকে। দু’বার নিউজিল্যান্ডের পক্ষ থেকে আপিল করা হলেও ডিআরএসের কারণে বেঁচে যান পন্থ। ঝোড়ো ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তিনি। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল বাঁহাতি উইকেটকিপার-ব্যাটারের। তবে এটা প্রথম নয়। টেস্ট ক্রিকেটে ৯০-এর ঘরে ব্যাটিং করতে থাকা অবস্থায় পন্থ আউট হলেন এই নিয়ে সপ্তম বার। তবে এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আফসোস শুধু যে তার একার নয় তা বোঝা গেল এদিনের সোশ্যাল মিডিয়া দেখে। শুধুমাত্র ড্রেসিংরুমেই নয় গোটা সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়। প্রায় প্রত্যেকের মুখেই একই কথা, এই আউট অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version