আন্তর্জাতিক ক্রিকেট

ICC Women’s WC: বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন ঝুলন গোস্বামী….

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ চলছে আর সেখানে একের পর এক নজির গড়েই চলেছেন ভারত তথা বাংলার তারকা পেসার ঝুলন গোস্বামী। প্রথমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। তারপরে তিনি মহিলাদের একদিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট নিয়েছেন, আর এবারের মহিলাদের একদিনের ক্রিকেটে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ঝুলন।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেই এই নজির গড়েন ঝুলন। তবে তার আগেই এই নজির গড়েছেন তারই দলের আরেক সতীর্থ মিতালি রাজ। মিতালি এদিন নিজের ২৩০তম ম্যাচটি খেলেন। ‌

এই নিয়ে ঝুলন রেকর্ড পঞ্চম বার বিশ্বকাপে অংশ নিয়েছেন। তিনি প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ২০০৫ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version