আন্তর্জাতিক ক্রিকেট

ICC Women’s WC: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা বাড়াল ভারত…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মহিলাদের বিশ্বকাপে জয়ে ফিরল ভারত। প্রতিবেশী দেশ বাংলাদেশকে মাস্ট উইন ম্যাচে ১১০ রানে হারালেন ঝুলনরা। আর এই জয়ের ফলে ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা আরও একটু বাড়ল। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে তালিকায় তৃতীয় স্থানে উঠে এল তারা। মিতালিরা প্রথমে ব্যাট করে ২২৯ রান তুললেও, পরে ভারতীয় বোলাররা এতটাই ভাল বল করেন যে ম্যাচ জিততে তেমন অসুবিধা হয়নি তাদের।

ভারত প্রথমে ২২৯ রান তোলার পরে, ভারতীয় বোলাররা দুরন্ত বল করে বাংলাদেশের ব্যাটারদের গোড়া থেকেই চাপে ফেলে দেয়। টপ অর্ডারে তাদের তেমন কেউ রানই করতে পারেননি। বাংলাদেশ ওপেনার শারমিন আক্তার ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ফরগনা হক আউট হন শূন্য রানে। এরপর দলের অধিনায়ক নিগার সুলতানা, রুমানা আহমেদরা কোনওরকম প্রতিরোধ না করতে পেরে দ্রুত আউট হয়ে যান। পুজা বিস্ত, রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহা রানা ও পুনম যাদব ভারতের হয়ে অনবদ্য বোলিং করেন।

এমতাবস্থায় একমাত্র বাংলাদেশের হয়ে ভাল ব্যাট করছিলেন সালমা খাতুন। তবে ঝুলন গোস্বামী বল করতে এসে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন সালমাকে। তিনি আউট হন ৩২ রানে। বাংলাদেশ ১১৯ রানে অলআউট হওয়ার ফলে ভারত ১১০ রানে ম্যাচটি জিতে নেয়। প্রথমে ব্যাট করে ভারত যে ২২৯ রান তোলে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দলের দুই ওপেনার স্মৃতি মন্ধনা (৩০) ও শেফালী ভর্মা (৪২)। এছাড়া দলের আরেক ব্যাটার ইয়াসিকা ভাটিয়া অর্ধশত রান করেন।

এই জয়ের ফলে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে ওয়েস্ট ইন্ডিজকে টপকে তৃতীয় স্থানে পৌঁছে গেল ভারত। এর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন মিতালিরা। সেই ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version