আন্তর্জাতিক ক্রিকেট

ICC Women’s WC: হিলির অনবদ্য শতরান, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রেকর্ড সাত বার মহিলাদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। আর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ১৭০ রানের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি। ফাইনালে ৭১ রানে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫৬ রানের পাহাড় তৈরি করেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা। উইকেট রক্ষক এলিসা হিলি স্ট্যান্ডে থাকা তার স্বামী তথা অস্ট্রেলিয়া পুরুষ দলের তারকা পেসার মিচেল স্টার্কের সামনে দুরন্ত ১৭০ রান করেন। হিলি ছাড়া এদিন অস্ট্রেলিয়ার হয়ে বড় রান পান দলের আরেক ওপেনার রেচেল হেইনেস। আউট হওয়ার আগে তিনি ৬৮ রান করেন। এছাড়া তিন নম্বরে ব্যাট করতে এসে বেথ মুনি ৬২ রানের ইনিংস খেলেন। ইনিংসের শেষে ৫০ ওভারে ৫ উইকেট খুইয়ে ৩৫৬ রানে পৌঁছয় অস্ট্রেলিয়া।

এরপর ইংল্যান্ড ব্যাট করতে নামলে তারা প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দলের ওপেনার ড্যানি ওয়াট ৪ রান করেন। এরপর দলের আরেক ওপেনার ট্যামি বেমন্ট ২৭ রানে আউট হয়ে ফিরে যান। ইংল্যান্ড অধিনায়ক হেথার নাইট ২৬ রান করে আউট হয়ে যান। ইংল্যান্ডের হয়ে একা লড়েন নাতালি সিভার। ১২১ বলে ১৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। যদিও অন্য দিকে ক্রমাগত ইংল্যান্ডের উইকেট পড়তে থাকে এবং শেষমেশ তারা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। এদিন বল হাতে অজিদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কিং এবং জেস জনাসেন। দু’টি উইকেট নিয়েছেন মেহান স্কুট। একটি করে উইকেট নিয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যাশ্লে গার্ডনার।

প্রসঙ্গত ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া মহিলা দল। তারপর পরপর তিনবার বিশ্বকাপ গড়ে তুলেছিল তারা। আর তারপর কয়েক বছরের ব্যবধানে ফের ১৯৯৭, ২০০৫, ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version