আন্তর্জাতিক ক্রিকেট

ICC Women’s WC 2022: ভারত হারলেও বিশ্বকাপের মঞ্চে বিশ্ব রেকর্ড বাংলার ঝুলন গোস্বামীর…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বুধবার মহিলাদের বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে হারতে হয়েছে মিতালি রাজের ভারতীয় মহিলা দল। বোলাররা যথেষ্ট লড়াই দিলেও, প্রধানত ব্যাটিং ব্যর্থতার কারণেই এ দিনের ম্যাচে হারতে হয় ভারতকে। যদিও এই ম্যাচে দল হেরেছে তবে ব্যক্তিগতভাবে এই ম্যাচে আরও একটি নজির গড়লেন ভারত তথা বাংলার অন্যতম সেরা পেসার ঝুলন গোস্বামী। এদিন তিনি একদিনের ক্রিকেটে ২৫০ উইকেটের মালকিন হলেন। এছাড়া মহিলাদের ক্রিকেট তিনি বিশ্বের একমাত্র বোলার যার একদিনের ক্রিকেটে ২০০র বেশি উইকেট রয়েছে।

ইংল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারে তাদের ওপেনার ট্যামি বিউমন্টকে এলবিডব্লিউ আউট করেন ঝুলন। এ দিনের ম্যাচে তিনি মোট ৭ ওভার বল করেছেন, দিয়েছেন ২১ রান এবং পেয়েছেন একটি উইকেট। আর এই উইকেটে নেওয়ার সাথে সাথেই ১৯৯ ম্যাচে এই অনন্য রেকর্ড গড়লেন ‘চাকদহ এক্সপ্রেস’।

মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নেওয়ার তালিকা ঝুলনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বোলার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক। যদিও তিনি অনেকটাই পিছনে ১৮০ উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদও ১৮০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। যদিও তিনি বেশি ম্যাচ খেলেছেন বলে তিন নম্বর স্থানে রয়েছেন।‌

প্রসঙ্গত এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রিকেট নিয়ে বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ঝুলন। তিনি বিশ্বকাপে সর্বোচ্চ ৪০ উইকেট নেওয়ার রেকর্ড করেছিলেন ওই ম্যাচে। তিনি ভেঙে দেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের ৩৯ উইকেটের নজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version