আন্তর্জাতিক ক্রিকেট
ICC Rankings: ভাল খেলার পুরস্কার, আইসিসির তালিকায় প্রথম দেশে ফিরলেন স্মৃতি; নীচে নামলেন মিতালি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি মহিলাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশত রান করলেও এদিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফের একবার ব্যর্থ হন মিতালি রাজ। যার ফলস্বরূপ ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে আবার পিছিয়ে গেলেন ভারত অধিনায়ক।
প্রসঙ্গত বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই আইসিসির মহিলা ব্যাটারদের একদিনের যে ক্রমতালিকা তাতে খারাপ পারফরম্যান্সের জন্য পিছিয়েই যাচ্ছিলেন মিতালি। শেষ তালিকায় তিনি তিন ধাপ নেমে গিয়ে সপ্তম স্থানে চলে গিয়েছিলেন। এবারে মঙ্গলবার প্রকাশিত আইসিসির ব়্যাঙ্কিংয়ে আরও একধাপ নেমে অষ্টম স্থানে চলে গিয়েছেন মিতালি।
তবে ভারতের পক্ষে ভাল খবর হল যে, দলের ওপেনার স্মৃতি মন্ধনা ফের একবার প্রথম একাদশে ফিরে এসেছেন। আইসিসির মহিলা একদিনের ব্যাটারদের তালিকায় তিনি রয়েছেন দশম স্থানে। আরেক ভারতীয় ব্যাটার হরমনপ্রীত কৌর ১ ধাপ উঠে এসে ১৫ নম্বর স্থানে রয়েছেন। অন্যদিকে দীপ্তি শর্মা ব্যাটারদের তালিকায় নেমে গিয়েছেন ২৮ নম্বরে। যস্তিকা ভাটিয়া রয়েছে ৩৯ নম্বরে। বাংলার রিচা জায়গা করে নিয়েছেন ৪৮-এ।