আন্তর্জাতিক ক্রিকেট
ICC Rankings: আইসিসি ক্রমতালিকায় উন্নতি ভারতীয় ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডারদের…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইসিসির সদ্যপ্রকাশিত ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটাররা বেশ ভাল স্থান পেয়েছেন। বর্তমানে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের দুজন ক্রিকেটার, আর বোলারদের ক্রমতালিকায় প্রথম তিনে রয়েছেন ভারতের দুজন। আর আইসিসির সেরা দুই টেস্ট অলরাউন্ডার হলেন ভারতের।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ৮ নম্বরে। অন্যদিকে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন ১০ নম্বরে। বর্তমানে আইসিসির ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশান। পাক অধিনায়ক বাবর আজম রয়েছেন ৫ নম্বরে।
অন্যদিকে বোলারদের তালিকায় এক ধাপ উঠেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তিনি বর্তমানে উঠে এসেছেন তিন নম্বর স্থানে। আর দ্বিতীয় স্থানে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। অন্যদিকে শাহিন আফ্রিদি রয়েছেন ৪ নম্বর স্থানে। আর শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজা এক নম্বর এবং রবিচন্দ্রন অশ্বিন দু’নম্বর স্থান ধরে রেখেছেন।
এছাড়া ভারতীয়দের মধ্যে ব্যাটসম্যানদের তালিকায় বর্তমানে ১১ নম্বরে রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। এছাড়া ময়ঙ্ক আগরওয়াল রয়েছেন ২০ ও চেতেশ্বর পুজারা রয়েছেন ২২ নম্বর স্থানে। এছাড়া অজিঙ্কা রাহানে রয়েছেন ৩১ নম্বরে। বোলারদের তালিকায় শামি ও জাদেজা যথাক্রমে ১৬ ও ১৭ নম্বরে অবস্থান করছেন। ইশান্ত শর্মা রয়েছেন ২৩ নম্বরে। অক্ষর প্যাটেল টেস্ট অল-রাউন্ডারদের তালিকার ১৬ নম্বরে অবস্থান করছেন।