আন্তর্জাতিক ক্রিকেট
ICC CWC 2023: হার্দিকের দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা
সৌরভ রায়: চলতি বিশ্বকাপের টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবিলের প্রথমে অবস্থান করছে ভারত। শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারিয়েছে রোহিত শর্মার দল। পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। এই ম্যাচের আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। নিজের ওভার অসমাপ্ত রেখেই সাজঘরের দিকে কিরে যান তিনি। হার্দিকের অসমাপ্ত ওভার শেষ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি অনুভূত হয়নি ভারতীয় দলে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিং শক্তি বাড়ানোর জন্য হার্দিক পান্ডিয়াকে প্রয়োজন ছিল।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পান্ডিয়াকে না পাওয়ার সম্ভাবনাই জোড়ালো হচ্ছে। চোটের পরের দিনেই স্ক্যান রিপোর্ট আসার সাথে সাথে হার্দিকের চিকিৎসার ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির তত্ত্বাবধানে হার্দিক পান্ডিয়ার চিকিৎসা চলছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দুটি ম্যাচে হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে পাঁচ ম্যাচ জিতে ভালো জায়গায় রয়েছে ভারত। ভারতীয় দলের পারফরমেন্সই বলে দিচ্ছে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং নকআউট পর্বের আগে হার্দিককে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পান্ডিয়াকে না রেখেই দল সাজাবেন রোহিত শর্মা। যদিও হার্দিকের চোট তেমন গুরুতর নয়। তবে বোলিং রান আপে ফেরার জন্য এখনও একটা সপ্তাহ প্রয়োজন। বিশ্বকাপের মঞ্চে হার্দিক পাণ্ডিয়াকে পূর্ণরূপে সুস্থ করে ফেরাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।