আন্তর্জাতিক ক্রিকেট
ICC CWC 2023: বিশ্বকাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি দক্ষিণ আফ্রিকার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্বকাপ সবে শুরু হয়েছে। তার মধ্যেই শনিবার শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম ইনিংসে রেকর্ডের ছড়াছড়ি। একসঙ্গে তিন তিনটি রেকর্ড। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান তুলল দক্ষিণ আফ্রিকা। আর এই রান এত বছরের বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি। পুরনো সব রেকর্ড লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে। কার্যত তাদের টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ের সামনে দিশাহারা লাগলো লঙ্কান বোলারদের।
তবে নজির এখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন শতরান করলেন তিন তিনজন ব্যাটসম্যান। কুইন্টন ডি কক করলেন ৮৪ বলে ১০০। রাসি ভ্যান ডার ডাসেন ১১০ বলে করেন ১০৮ রান। আর আইডেন মার্করাম মাত্র ৫৪ বলে করলেন ১০৬ রান। তার স্ট্রাইক রেট প্রায় ২০০। আর এই তিনজনের শতরান নতুন ইতিহাস লিখল বিশ্বকাপে। এই প্রথম বিশ্বকাপের একটি ইনিংসে একসঙ্গে তিন জন শতরন করলেন। তৃতীয় রেকর্ডটি মার্করামের ব্যক্তিগত। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান ফেললেন তিনি। মাত্র ৪৯ বলে শতরান পূর্ণ করেন তিনি।