আন্তর্জাতিক ক্রিকেট

WT20WC: লঙ্কা যুদ্ধের আগে ফিট হরমনপ্রীত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাকিস্তান ম্যাচে চোট পেয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ম্যাচের আগে পুরো ফিট তিনি। শ্রীলঙ্কা ম্যাচের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্য স্পষ্ট হয়ে যাবে ভারতের। কিন্তু এই ম্যাচে শুধু জিতলে হবে না, ভালোভাবে জিততে হবে যাতে নেট রান রেটে উন্নতি হয়। বুধবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম‌্যাচে নামার আগে, রানের সমীকরণ সব থেকে বড় চিন্তার বিষয় ভারতের কাছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হার স্বীকার করে ভারত। যেই কারণে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো ম্যাচে শুধু জিতলে চলবে না, ভালো ব্যবধানে জিততে হবে নেট রান রেটে উন্নতি করার জন্যে। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও, নেট রান রেটে কোনরকম উন্নতি হয়নি হরমনপ্রীতের দলের। পাকিস্তানের দেওয়া ১০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের লেগে যায় ১৮.৫ ওভার। অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার শেফালি ভার্মা ৩২ রান করতে নিয়ে ফেলেন ৩৫ বল। যার ফলে সেই ম্যাচেও কোনো উন্নতি হয়নি রান রেটে।

নিজের সেরা ফর্মের ধরে কাছে নেই শেফালি ভার্মা। একই অবস্থা দলের আরেক ওপেনার স্মৃতি মান্ধানারও। প্রথম দুটো ম্যাচে ব্যাট হাতে স্মৃতি করেছেন মাত্র ১২ এবং ৭ রান। ভারতকে যদি বড় ব্যবধানে ম্যাচ জিততে হয়, তাহলে বড় রান আশাটা খুব দরকার স্মৃতির ব্যাট থেকে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে ভারতের শিবিরে একটা ভালো খবর। পুরোপুরি ফিট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর চোট লেগেছিল তবে সেই চোট সারিয়ে তিনি নামছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। অপরদিকে গ্রুপ পর্বে এখনও একটা ম্যাচও জিততে পারেনি শ্রীলঙ্কা। গ্রুপ টেবিলে সবার শেষে রয়েছে তাঁরা। এবারে দেখার এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন শেফালি, স্মৃতি, হরমনপ্রীতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version