আন্তর্জাতিক ক্রিকেট

নির্বাচকদের হুঁশিয়ারির জের! এনসিএর ফিটনেস ক্যাম্পে যোগ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের তরফ থেকে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে তার ফিটনেস নিয়ে বারবার আপডেট চাওয়া হলেও তিনি সেই আপডেট দীর্ঘ সময় ধরে দেননি। এর পাশাপাশি যে কোন জাতীয় দলের ক্রিকেটার চোট পেলে নিয়ম অনুযায়ী সারানোর জন্য তাকে জাতীয় ক্রিকেট একাডেমিতে যেতে হয়, এর আগে হার্দিক সেটিও করেননি। তবে শেষমেশ নির্বাচকরা তাকে হুঁশিয়ারি দেওয়ায় অবশেষে এনসিতে যোগ দিতে বাধ্য হচ্ছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল শুরু হওয়ার আগে সেখানে নিজের ফিটনেস টেস্ট দেবেন তিনি। প্রসঙ্গত আইপিএল শুরুর আগে ১০ দিনের একটি ফিটনেস ক্যাম্পে এনসিএতে যোগ দিতে বলা হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। প্রধানত যাদের ফিটনেস নিয়ে একটু সমস্যা রয়েছে, তাদের এই শিবিরে থাকা বাধ্যতামূলক। জানা যাচ্ছে যে মঙ্গলবার এই শিবিরে অংশ নিতে চলেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের ঠিক পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। সেখানে হার্দিককে দেখে নিতে চান নির্বাচকরা। তারই একটি প্রক্রিয়া হিসেবে এনসিএর এই ফিটনেস টেস্ট।

বোর্ডের এক সিনিয়র কর্তার কথায়,”হার্দিক এনসিএস শিবিরে যোগ দিচ্ছে। এর আগে যে ফিটনেস শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে ও যোগ দেয়নি। এছাড়া নিজের ফিটনেস নিয়ে কোনও আপডেটও দেয়নি বিসিসিআইকে। তবে নির্বাচকরা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ওকে দেখতে চাইছেন। আর সেই কারণেই ওকে শিবিরে ডেকে পাঠানো হয়েছে।”

প্রসঙ্গত গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই হার্দিককে নিয়ে চরম জলঘোলা হয়েছিল। তারপর থাকা সত্ত্বেও তিনি কি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version