ক্রিকেট
টেস্টে প্রত্যাবর্তনের পথে হার্দিক
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রায় অনেকদিন টেস্ট টিমে নেই হার্দিক। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আবারও লাল-বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে দেশের এক নম্বর অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে হার্দিক দলে থাকলে ভারতীয় টিমের কম্বিনেশন এবং শক্তি দুটোই বৃদ্ধি পাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
যা শোনা যাচ্ছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করেছেন এবং হার্দিক নিজেও চাইছেন ভারতের টেস্ট দলে ফিরতে। ইতিমধ্যেই লাল-বলে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। হার্দিকের টেস্ট দলে ফেরার ক্ষেত্রে এখন সব থেকে বড় পরীক্ষা হল তার ফিটনেস। দিনে দশ থেকে পনেরো ওভার বোলিং করতে পারছেন কি না, সেটা দেখার জন্য সিমুলেশন ট্রেনিং চলছে হার্দিকের। তবে যা শোনা যাচ্ছে তাতে, প্রথম সিমুলেশন টেস্টে পাশ করেছেন হার্দিক। আরোও একটি ম্যাচ সিমুলেশন টেস্ট বাকি রয়েছে হার্দিকের। সেই টেস্টে পাস করতে পারলেই টেস্ট টিমে নিজের জায়গা একপ্রকার পাকা করে ফেলবেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে রয়েছেন হার্দিক। তবে শোনা যাচ্ছে টেস্ট দলে যাওয়ার আগে রঞ্জি ট্রফিতে খেলে, লাল বলের ক্রিকেটে নিজেকে আরেকটু তৈরি করে নিতে চাইছেন তিনি। রঞ্জির প্রথম ম্যাচে খেলতে না পারলেও, পরের ম্যাচগুলোতে হয়ত তিনি মাঠে নামতে পারেন। যদি তার ফিটনেসের সমস্যা না থাকে, তাহলে তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচে খেলান হবে বলেই খবর। যদি সেখানে তিনি ভাল খেলতে পারেন, তাহলে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।