ক্রিকেট
জয় বীর ‘হনুমা’, লড়ে গেলেন এক হাতে
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: হনুমা বিহারী কোন হাতি ব্যাটসম্যান? উত্তরটা যারা ভারতীয় ক্রিকেট দেখেন তাদের সবারই জানা। ডান হাতি। কিন্তু বুধবার তিনি রীতিমতো হয়ে গেলেন বা হাতি ব্যাটসম্যান। আর তার পিছনে এক দাঁতে দাঁত চাপা লড়াইয়ের কাহিনী।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেমেছিল অন্ধ্রপ্রদেশ। এই ম্যাচেই মধ্যপ্রদেশের পেস বোলার আবেশ খানের বাউন্সার গিয়ে লাগে অন্ধপ্রদেশের অধিনায়ক হনুমার বাঁ হাতের কব্জিতে। হাতের কব্জি ভেঙে যায় এই ব্যাটসম্যানের। প্রচন্ড যন্ত্রণা। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিলেন কোয়ার্টার ফাইনালে আর ব্যাটিং করতে পারবেন না হনুমা। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে চোটের শুশ্রূষা করে আবার মাঠে ফেরেন তিনি। প্রথম দিন চোট পাওয়ার পর দ্বিতীয় দিন আবার ব্যাট করতে নামেন তিনি। ডান হাতি হনুমান খেলা শুরু করেন বা হাতি ব্যাটসম্যান হিসেবে। তখন ডান হাত হয়ে যায় তার সামনের হাত। বাঁ হাত কে বাঁচিয়ে ব্যাটিং করেন তিনি। দলের জন্য তার এই লড়াই রীতিমতো প্রশংসিত হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। ৫৭ বলে ২৭ রান করলেও তার লড়াই যে যেকোনো সংখ্যাতত্ত্বের থেকে অনেক বেশি।