ক্রিকেট

গুজরাটের দ্রোণের ব্যাটে নতুন রেকর্ড…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মাত্র ১৮ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন ভারতের এক উঠতি ক্রিকেটার। গুজরাটের অনূর্ধ্ব-১৯ বাল্লুভাই কাপে মনিনগর জেএল ইংলিশ স্কুলের বিরুদ্ধে খেলতে নেমে ৪৯৮ রান করে তাক লাগিয়ে দিলেন দ্রোণ দেসাই। সবথেকে মজার ব্যাপার হল আউট হওয়ার সময় নিজেই জানতেন না কত রানে দাঁড়িয়ে আছেন তিনি। যদিও মাত্র দু রানের জন্য ৫০০ ছুঁতে না পারার আক্ষেপ থেকেই যাবে তাঁর মনে। গুজরাটের ইন্টার স্কুল ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার হওয়ার পাশাপাশি নতুন রেকর্ডের অধিকারী হলেন দ্রোণ। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের তালিকায় এখন তার নাম লেখা হল আরমান জাফরের সাথে যুগ্মভাবে তৃতীয় স্থানে। প্রণব ধানাওয়ারে এবং পৃথ্বী শ’র ঠিক পরেই জায়গা করে নিলেন দ্রোণ।

৩৭২ মিনিট ক্রিজে থেকে মোট ৩২০ বল খেলেন তিনি। ৮৬টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর দুরন্ত ইনিংস নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। এই দুরন্ত ইনিংসটি তিনি উৎসর্গ করেছেন তার কোচ জয়প্রকাশ প্যাটেলকে, যার কাছে তাঁর ক্রিকেটের হাতেখড়ি। প্রসঙ্গত, এই জয়প্রকাশ প্যাটেলের কাছে ক্রিকেট কোচিং করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version