আন্তর্জাতিক ক্রিকেট

অধিনায়কসহ গোটা অস্ট্রেলিয়া দলকে তুলোধোনা করলেন গ্রেগ চ্যাপেল

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেই হেরেছে অস্ট্রেলিয়া। আর তার জেরেই এবার গোটা অস্ট্রেলিয়া দলকে তুলোধোনা করলেন গ্রেগ চ্যাপেল।

বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন গ্রেগ চ্যাপেল। আর এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। সরাসরি গোটা দলের পরিকল্পনার অভাবকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। “আমার মনে হয় প্রথম বলটা করার অনেক আগেই অস্ট্রেলিয়া দল নিজেই নিজেকে থাপ্পড় মেরেছে। পরিকল্পনা করা এক জিনিস আর সেই পরিকল্পনাকে লাভ নেই জেনেও বাস্তবে রূপ দিতে চাওয়া একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। সিরিজ জেতার জন্য অস্ট্রেলিয়ার উচিত ছিল নিজেদের শক্তিশালী দিকগুলোর ওপর জোর দেওয়া। স্পিন বোলিং কখনোই আমাদের শক্তিশালী দিকের মধ্যে পড়ে না। ভারতে জেতার জন্য শুধুমাত্র রাখতে হবে বলেই দলে কতগুলো স্পিনার রাখা মোটেই কাজের কথা নয়” বলেন চ্যাপেল।

তিনি আরো বলেন, “আমাদের উচিত ছিল নিজেদের বোলারদের ওপর ভরসা রাখা এবং ব্যাটিংটাকে আরো গুছিয়ে নেওয়া। আর তারজন্য আমাদের দলের সেরা বোলারদের নিলেই কাজটা অনেক সহজ হত।” অধিনায়ক প্যাট কামিন্সেরও কঠোর সমালোচনা করেছেন চ্যাপেল। “গোটা দুটো ম্যাচেই শর্ট বলকে ব্যবহার করতে পারেনি কামিন্স। বারবার আন্ডার বোলিং করেছে। যেখানে বাউন্সের উইকেট ছিল সেখানে এই কাজটা করা একটা বড় ভুল। আর অদ্ভুতভাবে দলের কেউ সেটা ওকে বলার প্রয়োজন বোধ করেনি। অন্যদিকে স্পিনিং কন্ডিশন মাথায় রেখে খেলা বুদ্ধিমানের কাজ। কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে যে অন্যান্য বলেও রান করার সুযোগ থাকে। এবং অনেকক্ষেত্রেই দেখা যায় সেগুলোয় ঝুঁকিও কম। কিন্তু ব্যাটাররা এই কথাটা প্রায় ভুলতেই বসেছে। ভারতে খেলার সময় সবথেকে বড় সুবিধে হল অনেকটা বেশি সময় পাওয়া যায়। প্রথম কয়েকটা ওভার যদি কাটিয়ে দেওয়া যায় এবং স্ট্রাইক পরিবর্তন করা যায় নিয়ম করে তাহলেই চ্যালেঞ্জ অনেকটা কমে আসে। এটাই গোটা দলের প্রথম লক্ষ্য হওয়া উচিত ছিল।”

এখান থেকে অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়াতে গেলে অবশ্যই দলে পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন চ্যাপেল। তার বিশ্বাস এখনও সময় আছে দলে বেস্ট বোলারদের নিতে হবে। কাজটা সহজ হবে না ঠিকই, তবে পরিকল্পনামাফিক চললে খুব একটা শক্ত হবে না বলে আশা করেন তিনি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট অনুরাগীদের মধ্যে যে ক্ষোভ, হতাশা এবং অস্বস্তি টানা বাঁধবে সেটাই স্বাভাবিক বলে মনে করেন চ্যাপেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version