আন্তর্জাতিক ক্রিকেট

করোনা পজিটিভ গ্লেন ম্যাক্সওয়েল, বিগ ব্যাশে বেড়েই চলেছে সংক্রমণ…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেট লিগ বিগ ব্যাশে মারণ ভাইরাস করোনার সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। এবারে লিগ খেলতে খেলতেই আক্রান্ত হলেন বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টারসের অধিনায়ক তথা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অ্যান্টিজেন টেস্ট করার পরে তার শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। এরপরে সঙ্গে সঙ্গেই তার আরটি-পিসিআর টেস্ট করা হয়, যদিও সেই টেস্টের রিপোর্ট এখনও আসা বাকি রয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে প্রথম রিপোর্ট আসার পরেই নিভৃতবাসে চলে গেছেন ম্যাক্সওয়েল। এই রিপোর্ট আসা পর্যন্ত এখনও পর্যন্ত বিগ ব্যাশে মোট ১৩জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। আসন্ন শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে খেলা রয়েছে ম্যাক্সওয়েলের দলের। সেই ম্যাচে সম্ভবত তাদের অধিনায়ককে পাচ্ছে না মেলবোর্নের দলটি। ‌

প্রসঙ্গত এর আগে এই মেলবোর্ন স্টার্স দলেরই সাত জন ক্রিকেটার এবং আট জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। এর পাশাপাশি সিডনি থান্ডার দলের চার ক্রিকেটারও করোনা আক্রান্ত হয়েছেন। এই সমস্ত ক্রিকেটার নিভৃতবাসে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যদিও এর কারণে লিগ বন্ধ হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, সমস্ত ক্লাবগুলি দারুণভাবে করোনা পরিস্থিতি সামলে খেলার আয়োজন করে চলেছে। প্রতিদিন সব ক্রিকেটার তথা সাপোর্ট স্টাফদের পরীক্ষা করা হচ্ছে, এইসময় কারোর রিপোর্ট পজিটিভ এলে তাকে নিভৃতবাসে রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version